পুলিশ মিথ্যে মামলায় তাঁকে ফাঁসাতে চাইছে বলে দাবি সলমন খানের। বুধবার এই মর্মে সুপ্রিম কোর্টে মামলা খারিজের আর্জি জানান তিনি। গাড়ি চাপা দিয়ে হত্যা মামলায় সলমনকে বেকসুর খালাস করা হলে বম্বে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় মহারাষ্ট্র সরকার। এ দিন মামলার শুনানিতে সলমন জানান, ঘটনার রাতে তিনি মদ্যপ ছিলেন না। গাড়িটি তাঁর চালক অশোক সিংহ চালাচ্ছিলেন।