দাদরি-প্রতিবাদে রুশদির টুইট, পরিস্থিতি উদ্বেগজনক

দাদরি-কাণ্ডের জেরে এ বার প্রতিবাদে মুখর হলেন লেখক সলমন রুশদি। সোমবার টুইট করে রুশদি বলেন, “নয়নতারা সহগল-সহ অন্য সাহিত্যিকদের প্রতিবাদের সিদ্ধান্তকে আমি সমর্থন করি। স্বাধীন মতপ্রকাশের ক্ষেত্রে ভারতে এখন খুবই উদ্বেগজনক সময়।”

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১২ অক্টোবর ২০১৫ ১৮:০৮
Share:

এএফপি-র তোলা ফাইল চিত্র।

দাদরি-কাণ্ডের জেরে এ বার প্রতিবাদে মুখর হলেন লেখক সলমন রুশদি। সোমবার টুইট করে রুশদি বলেন, “নয়নতারা সহগল-সহ অন্য সাহিত্যিকদের প্রতিবাদের সিদ্ধান্তকে আমি সমর্থন করি। স্বাধীন মতপ্রকাশের ক্ষেত্রে ভারতে এখন খুবই উদ্বেগজনক সময়।”

Advertisement

গোমাংস খাওয়ার গুজবে গত মাসে উত্তরপ্রদেশের দাদরিতে এক সংখ্যালঘুকে পিটিয়ে মারার অভিযোগে সরব হয়েছে বিভিন্ন মহল। ঘটনার নিয়ে প্রশ্নের মুখে পড়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘তথাকথিত’ নির্লিপ্ততা। দেশে বহুত্ববাদী গণতন্ত্র বিপন্ন— এই অভিযোগে সাহিত্য অকাদেমি পুরস্কার ফিরিয়ে দিয়েছেন বিশিষ্ট লেখিকা নয়নতারা সহগল। নয়নতারার পর একই পথে হেঁটেছেন আরও সাত জন সাহিত্যিক। অকাদেমি পুরস্কার ফিরিয়েছেন কাশ্মীরি লেখক গুলাম নবি খেয়াল, উর্দু ঔপন্যাসিক রহমান আব্বাস, কন্নড় লেখক শ্রীনাথ ডি এন-সহ আরও অনেকে। অকাদেমি কর্তৃপক্ষ প্রাথমিক ভাবে মুখ না খুললেও তাঁরা আশ্বাস দিয়েছেন, বিষয়টি নিয়ে আগামী ২৩ অক্টোবর এগ্‌জিকিউটিভ বোর্ডের সভা করা হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement