Akhilesh Yadav

রাহুলের ভোটার অধিকার যাত্রায় বিহারে অখিলেশ, ডিএনএ-মন্তব্য নিয়ে নিশানা আরএসএস প্রধানকে

সোমবার রাজধানী পটনায় মহামিছিলের পরে ‘ভোটার অধিকার যাত্রা’র সমাপ্তি ঘোষণা করবেন রাহুল গান্ধী। সেখানে তৃণমূলের তরফে হাজির থাকবেন বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান এবং উত্তরপ্রদেশের নেতা ললিতেশ ত্রিপাঠী।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ অগস্ট ২০২৫ ১৭:০৪
Share:

(বাঁ দিক থেকে) শনিবার ‘ভোটার অধিকার যাত্রা’য় তেজস্বী যাদব, রাহুল গান্ধী, রোহিণী আচার্য এবং অখিলেশ যাদব। ছবি: পিটিআই।

রাহুল গান্ধীর ‘ভোটার অধিকার যাত্রা’য় যোগ দিতে এ বার মুখী বিহারে গেলেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। শনিবার বিজেপি বিরোধী জোট ‘ইন্ডিয়া’র দ্বিতীয় বৃহত্তম শরিকদল সমাজবাদী পার্টি (এসপি)-র প্রধান অখিলেশ সারণ জেলায় রাহুলের মঞ্চে শামিল হন। আরজেডি প্রধান লালুপ্রসাদের পুত্র তথা বিহার বিধানসভার বিরোধী দলনেতা তেজস্বী যাদবও হাজির ছিলেন সেখানে।

Advertisement

আরায় রাহুল-তেজস্বীর মঞ্চ থেকে বিজেপির পাশাপাশি আরএসএস প্রধান মোহন ভাগবতকেও নিশানা করেন অখিলেশ। সম্প্রতি ভাগবত অখণ্ড ভারতের সব বাসিন্দাই হিন্দু বলে দাবি করে বলেছিলেন, ৪০ হাজার বছর ধরে ভারতের সব মানুষের ডিএনএ একই রকম রয়েছে। সরসঙ্ঘচালকের উদ্দেশে অখিলেশের কটাক্ষ, ‘‘আমরা এতদিন বলতাম, সামাজিক ন্যায়বিচারের লড়াই ৫,০০০ বছরের পুরোনো। সম্প্রতি আমরা জানতে পেরেছি যে এটি ৪০ হাজার বছরের পুরোনো।’’ অন্য দিকে, ওই সভায় রাহুল আবার ‘ভোট চুরি’র প্রসঙ্গ তুলে নিশানা করেন বিজেপি, আরএসএস এবং নির্বাচন কমিশনকে।

চলতি বছরের নভেম্বরে বিহারে বিধানসভা ভোট হওয়ার কথা। তার আগে ভোটার তালিকার ‘বিশেষ নিবিড় পর্যবেক্ষণ’ (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে পথে নেমেছেন রাহুল-তেজস্বী। সিপিআইএমএল (লিবারেশন), বিকাশশীল ইনসান পার্টি (ভিআইপি)-র মতো মহাগঠবন্ধনের সহযোগীরাও তাতে যোগ দিয়েছেন। গত বৃহস্পতিবার মুজফ্‌‌ফরপুরে ‘ভোটার অধিকার যাত্রা’য় যোগ দিয়েছিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। সোমবার রাজধানী পটনায় মহামিছিল করে আনুষ্ঠানিক ভাবে যাত্রার সমাপ্তি ঘোষণা করবেন রাহুল। সেখানে ‘ইন্ডিয়া’র সহযোগী দলগুলিকে আমন্ত্রণ জানানো হয়েছে। তৃণমূলের তরফে হাজির থাকবেন বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান এবং উত্তরপ্রদেশের নেতা ললিতেশ ত্রিপাঠী।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement