India-US Tariff War

চাপের মুখে পড়ে বাণিজ্য নয়! ভারত-মার্কিন শুল্কযুদ্ধ নিয়ে মুখ খুললেন মোহন ভাগবত, আর কী বললেন সঙ্ঘপ্রধান

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের উপর জরিমানা-সহ ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছেন। তা নিয়ে ভারত এবং আমেরিকার সম্পর্কে টানাপড়েন চলছেই। এ নিয়ে প্রথম বার মুখ খুললেন সঙ্ঘপ্রধান।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ অগস্ট ২০২৫ ২০:৩৩
Share:

চাপের মুখে বাণিজ্য হয় না। আন্তর্জাতিক বাণিজ্য চাপমুক্ত হওয়াই বাঞ্ছনীয় বলে মন্তব্য করলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রধান মোহন ভাগবত।

Advertisement

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের উপর জরিমানা-সহ ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছেন। তা নিয়ে ভারত এবং আমেরিকার সম্পর্কে টানাপড়েন চলছেই। এ নিয়ে প্রথম বার মুখ খুললেন সঙ্ঘপ্রধান।

ভাগবত বললেন, ‘‘আন্তর্জাতিক বাণিজ্য থামা উচিত নয়। কিন্তু চাপের মুখে পড়ে তা হয় না। এই কারণেই আমাদের উচিত আরও বেশি করে দেশি পণ্যের প্রচার করা। দু’দেশের মধ্যে বাণিজ্যচুক্তি তখনই সম্ভব, যখন দু’দেশের সমান উৎসাহ থাকবে। কোনও রকম বাধ্যবাধকতা থেকে বাণিজ্য হয় না।’’

Advertisement

প্রসঙ্গত, মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে তেল কিনে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়াকে মদত দিচ্ছে ভারত! এই অভিযোগে চলতি মাসের গোড়াতেই ভারতীয় পণ্যে জরিমানা-সহ ৫০ শতাংশ শুল্ক আরোপের কথা জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। মঙ্গলবার, ২৬ জুলাই মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি দফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৭ অগস্ট আমেরিকার ইস্টার্ন জ়োনের (রাজধানী ওয়াশিংটন ডিসি এই জ়োনের অন্তর্গত) সময় অনুযায়ী রাত ১২টা ১ মিনিট থেকে কার্যকর হবে নয়া শুল্ক। যা ভারতীয় সময় অনুযায়ী বুধবার সকাল ৯টা ৩১ মিনিট। সাত পাতার ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ওই সময়ের পর থেকে আমেরিকার বাজারে কোনও মার্কিন পণ্য প্রবেশ করলে তার জন্য বাড়তি শুল্ক দিতে হবে। ২৫ শতাংশ শুল্কের পাশাপাশি ২৫ শতাংশ ‘বাড়তি শুল্ক’ (আদতে জরিমানা) কার্যকর করার কারণও স্পষ্ট জানিয়েছে ট্রাম্প সরকার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement