স্বাভাবিক হচ্ছে ভারত, পাক ট্রেন

রবিবার থেকে ট্রেনটি আবার ভারত থেকে ছাড়বে বলে জানানো হয়েছে। থর এক্সপ্রেস শুক্রবার তার নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী ছেড়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

জোধপুর শেষ আপডেট: ০৩ মার্চ ২০১৯ ০৩:৪২
Share:

—ফাইল চিত্র।

পাকিস্তানের সঙ্গে অশান্তির আবহে থমকে গিয়েছিল সমঝোতা এক্সপ্রেস। রবিবার থেকে ট্রেনটি আবার ভারত থেকে ছাড়বে বলে জানানো হয়েছে। থর এক্সপ্রেস শুক্রবার তার নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী ছেড়েছে।

Advertisement

শনিবার রেল মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, সমঝোতা এক্সপ্রেস ফের চালু করার ব্যাপারে দু’পক্ষই রাজি। বালাকোটে ভারতীয় বায়ুসেনা অভিযানের পরে পাকিস্তান তাদের দিক থেকে ট্রেন চালানো বন্ধ করেছিল। ২৮ তারিখ থেকে ট্রেন ছাড়েনি ভারতের মাটি থেকেও। ৩রা, রবিবার ফের ট্রেন চলবে। সোমবার সেটাই লাহৌর থেকে ফিরবে। তবে পুলওয়ামার ঘটনার পর থেকে সমঝোতা এক্সপ্রেসের যাত্রীসংখ্যা ৭০ শতাংশ কমে গিয়েছে।

শুক্রবার রাতে জোধপুর লাগোয়া ছোট স্টেশন ভগত কি কোঠি-তে নিরাপত্তার ব্যবস্থা ছিল ঢালাও। রাত ১২.৫০-এ সেখান থেকেই ৩০০ যাত্রী নিয়ে থর এক্সপ্রেস ছেড়েছে। বারমের থেকে সীমান্ত পেরিয়ে সে যাবে করাচি। করাচিরই যাত্রী মহম্মদ ইসমাইল ট্রেনে ওঠার আগে বললেন, ‘‘সাধারণ মানুষ শান্তি চান। যুদ্ধ শুধু ধ্বংসই ডেকে আনে। এই তো ভারতে ছিলাম, কোনও অসুবিধায় তো পড়িনি!’’ আর এক মহিলা ও-পারে হায়দরাবাদ থেকে এসেছিলেন এ-পারে আত্মীয়দের সঙ্গে দেখা করতে। তিনি বলেন, ‘‘যখন এসেছিলাম, পরিস্থিতি শান্ত ছিল। আমাদের কাছের মানুষরা দু’পারেই রয়েছেন। আমরা শান্তি চাই।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন