—প্রতিনিধিত্বমূলক ছবি।
আবার মাঝ-আকাশে এয়ার ইন্ডিয়ার বিমানে যান্ত্রিক ত্রুটি। সেই কারণে দিল্লিগামী ওই বিমানটিকে মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটোরে সতর্কতামূলক অবতরণ করানো হয়। সেখানেই ওই বিমানটিকে পরীক্ষা করে দেখা হচ্ছে বলে খবর।
জানা গিয়েছে, সোমবার (স্থানীয় সময়) সান ফ্রান্সিসকো থেকে কলকাতা হয়ে দিল্লি যাওয়ার কথা ছিল এয়ার ইন্ডিয়ার এআই১৭৪ বিমানটি। মাঝ-আকাশে ওই বিমানে যান্ত্রিক ত্রুটি লক্ষ করেন বিমানকর্মীরা। সঙ্গে সঙ্গে বিষয়টি জানান পাইলটকে। ঝুঁকি না-নিয়ে ওই বিমানটিকে উলানবাটোরের বিমানবন্দরে অবতরণের সিদ্ধান্ত নেওয়া হয়। বিমান সংস্থা সূত্রে খবর, নিরাপদে বিমানটিকে অবতরণ করানো হয়। প্রয়োজনীয় পরীক্ষা চলছে।
এয়ার ইন্ডিয়া বিবৃতি দিয়ে জানিয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। যত দ্রুত সম্ভব ত্রুটি মেরামত করে, তা আবার গন্তব্যে রওনা করানো হবে। যাত্রী এবং কেবিন ক্রুদের নিরাপত্তা তাদের কাছে সবার আগে গুরুত্ব পায়।
অতীতে বার বার নানা কারণে প্রশ্নের মুখে পড়েছে এয়ার ইন্ডিয়ার বিমান পরিষেবা। কখনও যান্ত্রিক ত্রুটি, কখনও আবার আচমকা বিমানের জরুরি টার্বাইন খুলে যাওয়ার মতো ঘটনাও প্রকাশ্যে এসেছে, যা নিয়ে ডিজিসিএ-র প্রশ্নের মুখেও পড়েছে এয়ার ইন্ডিয়া।