প্যারোল শেষে ফের জেলে ফিরলেন সঞ্জয় দত্ত

জেলে ফিরলেন সঞ্জয় দত্ত। গত ৩০ দিন প্যারোলে মুক্ত থাকার পর শনিবার সকালে ইয়েরওয়ারা জেলে ফিরলেন তিনি। এ দিন সকালে সঞ্জয় জেলের উদ্দেশে বাড়ি থেকে বেরোনোর পরই কাঁদতে থাকে তাঁর ছেলে-মেয়ে। সন্তানদের সামাল দিতে এগিয়ে যান সঞ্জয়ের স্ত্রী মান্যতা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০১৫ ১৬:৩৮
Share:

জেলে ফিরলেন সঞ্জয় দত্ত। গত ৩০ দিন প্যারোলে মুক্ত থাকার পর শনিবার সকালে ইয়েরওয়ারা জেলে ফিরলেন তিনি। এ দিন সকালে সঞ্জয় জেলের উদ্দেশে বাড়ি থেকে বেরোনোর পরই কাঁদতে থাকে তাঁর ছেলে-মেয়ে। সন্তানদের সামাল দিতে এগিয়ে যান সঞ্জয়ের স্ত্রী মান্যতা।

Advertisement

২০১৩ থেকে বন্দি হলেও বেশ কয়েক বার প্যারোলে মুক্তি পেয়েছেন সঞ্জয়। জেলে যাওয়ার মাস পাঁচেকের মধ্যে ১৫ দিনের সাময়িক ছুটিতে যান। পরের বছর বার দু’য়েক দু’মাসের জন্য প্যারোলে মুক্তি পান সঞ্জয়। চলতি বছরের অগস্টেও দু’সপ্তাহের সাময়িক ছুটিতে যান এই অভিনেতা। সাজাপ্রাপ্ত এক আসামির এত বার ছুটিতে যাওয়া নিয়ে বিতর্কও হয়েছে।

দিন কয়েক আগে মহারাষ্ট্রের রাজ্যপাল এবং রাষ্ট্রপতির কাছে সঞ্জয়ের সাজা মকুবের আবেদন জানিয়েছিলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি মার্কণ্ডেয় কাটজু। আড়াই বছর আগে করা সেই আর্জি সরাসরি খারিজ করে দিয়েছেন মহারাষ্ট্রের রাজ্যপাল সি বিদ্যাসাগর রাও। রাষ্ট্রপতির কাছেও তাঁর সাজা মকুব না করার সুপারিশ করা হয়েছে রাজভবনের তরফে।

Advertisement

১৯৯৩ সালে মুম্বই বিস্ফোরণ মামলায় অস্ত্র আইনে গ্রেফতার হয়ে ২০১৩ সালের মে থেকে জেলে রয়েছেন সঞ্জয় দত্ত। মোট পাঁচ বছরের সাজা হয় তাঁর। ১৯৯৬ সালে ১৮ মাস জেলে থাকায় এই পর্যায়ে তাঁর ৪২ মাসের কারাবাসের নির্দেশ দেয় আদালত। আগামী বছর ফেব্রুয়ারিতে মুক্তি পাবেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement