প্রেজেন্ট প্লিজ়, থুড়ি জয় হিন্দ

রাজ্য শিক্ষা বোর্ড সূত্রে জানানো হয়েছে, ছোট থেকে পড়ুয়াদের মধ্যে দেশাত্মবোধ গড়ে তুলতে এই উদ্যোগ। 

Advertisement
ভোপাল শেষ আপডেট: ১৭ মে ২০১৮ ০৩:৫৫
Share:

প্রতীকী ছবি।

স্কুলের হাজিরা খাতায় নাম ডাকার সময়ে এ বার থেকে পড়ুয়াদের ‘জয় হিন্দ’ বলেই সাড়া দিতে হবে। রাজ্য জুড়ে এই নিয়ম চালু করতে চলেছে মধ্যপ্রদেশের বিজেপি সরকার। রাজ্য শিক্ষা বোর্ড সূত্রে জানানো হয়েছে, ছোট থেকে পড়ুয়াদের মধ্যে দেশাত্মবোধ গড়ে তুলতে এই উদ্যোগ।

Advertisement

গত বছর নভেম্বরে মধ্যপ্রদেশের স্কুল শিক্ষামন্ত্রী বিজয় শাহ বলেছিলেন, নাম ডাকার সময়ে ‘ইয়েস স্যর’ বা ‘ইয়েস ম্যাডাম’ বললে দেশের সঙ্গে কোনও সংযোগ গড়ে ওঠে না।

গত বছর অক্টোবরে সতনা জেলার স্কুলগুলিতে পরীক্ষামূলকভাবে এই নিয়ম চালু করা হয়েছিল। স্কুলে রোজ জাতীয় পতাকা উত্তোলনের জন্য এবং জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য নির্দেশিকা জারি হয়েছিল আগেই। এ বার নাম ডাকা নিয়ে নতুন নির্দেশিকা জারির প্রসঙ্গে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, রাজ্য জুড়ে ১ লক্ষ ২২ হাজার সরকারি স্কুলে এই নিয়ম চালু করা হবে। তবে বেসরকারি স্কুলগুলির জন্য তা বাধ্যতামূলক নয়। সে ক্ষেত্রে বেসরকারি স্কুলগুলিতে এই সংক্রান্ত একটি নিয়মাবলী পাঠানো হবে।

Advertisement

তবে শাসক দলের এই উদ্যোগের সমালোচনা করেছেন রাজ্য কংগ্রেসের মুখপাত্র কেকে মিশ্র। তিনি বলেছেন, ‘‘জোর করে দেশাত্মবোধ জাগানো যায় না। স্কুলে স্কুলে এই নিয়ম বাধ্যতামূলক করার কোনও প্রয়োজন নেই। বরং রাজ্যে শিক্ষার মান, সরকারি স্কুলে শিক্ষক সঙ্কটের মতো বিষয়গুলিতে সরকারের নজর দেওয়া উচিত।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন