National News

যে রাজ্যে সংখ্যায় কম, সেখানে হিন্দুদের সংখ্যালঘু ঘোষণার আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

প্রধান বিচারপতি বোবদে এ দিন এও জানান, এ ব্যাপারে অনেক গুরুত্বপূর্ণ রায় অতীতে দেওয়া হয়েছে। সেখানে স্পষ্টই বলা হয়েছে, সংখ্যালঘুর সংজ্ঞা নির্ধারণ করা হয়েছে শুধুই ভাষার ভিত্তিতে। তা রাজ্যের ভিত্তিতে হয়নি। বোবদে বলেন, ‘‘কে হিন্দু, কে মুসলিম, কে পার্সি, তা নিয়ে ভাবার প্রয়োজনটা কোথায়?’’

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৯ ১৪:৩৭
Share:

সুপ্রিম কোর্ট। - ফাইল ছবি।

জনসংখ্যা কম বলে দেশের ৮টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে হিন্দুদের ‘সংখ্যালঘু’ তালিকাভুক্ত করার আর্জি খারিজ হয়ে গেল সুপ্রিম কোর্টে। বিজেপি নেতা আইনজীবী অশ্বিনী উপাধ্যায়ের ওই আর্জি গ্রহণ করতে অস্বীকার করে প্রধান বিচারপতি এস এ বোবদের নেতৃত্বে শীর্ষ আদালতের একটি বেঞ্চ মঙ্গলবার বলেছে, ‘‘স্বাধীনতার পর ভাষার ভিত্তিতে রাজ্যগুলি বানানো হয়েছিল। ধর্মের ভিত্তিতে রাজ্যগঠন হয়নি। কোনও ধর্ম গোটা ভারতের জন্য। তাকে কোনও ভৌগোলিক গণ্ডিতে আটকে রাখা হয়নি।’’

Advertisement

প্রধান বিচারপতি বোবদে এ দিন এও জানান, এ ব্যাপারে অনেক গুরুত্বপূর্ণ রায় অতীতে দেওয়া হয়েছে। সেখানে স্পষ্টই বলা হয়েছে, সংখ্যালঘুর সংজ্ঞা নির্ধারণ করা হয়েছে শুধুই ভাষার ভিত্তিতে। তা রাজ্যের ভিত্তিতে হয়নি। বোবদে বলেন, ‘‘কে হিন্দু, কে মুসলিম, কে পার্সি, তা নিয়ে ভাবার প্রয়োজনটা কোথায়?’’

সুপ্রিম কোর্টের আইনজীবী বিজেপি নেতা অশ্বিনী উপাধ্যায়ের ওই আর্জির পক্ষে এ দিন সওয়াল করেন প্রবীণ আইনজীবী মোহন পরাশরণ। তিনি বলেন, ‘‘কোনও রাজ্যে কোনও সম্প্রদায়ের জনসংখ্যার নিরিখে সেই সম্প্রদায়কে সংখ্যালঘু বলা হবে কি হবে না, তা নিয়ে কোনও গাইডলাইন নেই। দেশের বেশ কয়েকটি রাজ্যে হিন্দু জনসংখ্যা যথেষ্টই কম। তা সত্ত্বেও ওই সব রাজ্যে হিন্দুদের সংখ্যালঘুর মর্যাদা দেওয়া হয়নি। ফলে, সংখ্যালঘুদের প্রাপ্য সুযোগসুবিধা তাঁরা পাচ্ছেন না।’’

Advertisement

কেন্দ্রীয় সরকারের তরফে অ্যাটর্নি জেনারেল কে কে বেণুগোপালও জনসংখ্যার ভিত্তিতে সংখ্যালঘু শ্রেণি নির্ধারণের আর্জির বিরোধিতা করেন। এ দিন সুপ্রিম কোর্টে অ্যাটর্নি জেনারেল অতীতের সংশ্লিষ্ট মামলার রায়গুলির উল্লেখ করে বলেন, ‘‘ভাষার ভিত্তিতেই সংখ্যালঘু নির্ধারণ করা হয়েছে। অন্য কিছুর ভিত্তিতে নয়।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন