ফাইল চিত্র।
প্রধানমন্ত্রীর ঘোষণার পরও রিজার্ভ ব্যাঙ্ক পুরনো নোট জমা না নেওয়ায় কেন্দ্র এবং ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই)-এর কাছে কৈফিয়ত চাইল দেশের শীর্ষ আদালত। সোমবার এ নিয়ে নোটিস জারি করেছে সুপ্রিম কোর্ট। ওই নোটিসে কেন্দ্র এবং আরবিআইকে সুপ্রিম কোর্টের প্রশ্ন, ঘোষিত সময়সীমা এখনও অতিক্রম না হাওয়া সত্ত্বেও কেন রিজার্ভ ব্যাঙ্কে পুরনো ৫০০ এবং ১০০০ টাকার নোট জমা নেওয়া হচ্ছে না? চলতি মাসের ১০ তারিখের মধ্যেই তার জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: মুম্বই হামলায় হাত ছিল পাকিস্তানের, ফের সরব দুরানি