এমকে স্ট্যালিন। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল তামিলনাড়ুর শাসকদল ডিএমকে। শুক্রবার শীর্ষ আদালত সেই আবেদন গ্রহণ করে জানিয়েছে ১১ নভেম্বর মামলার পরবর্তী শুনানি হবে।
ডিএমকের আইনজীবী বিবেক সিংহ শুক্রবার প্রধান বিচারপতি বিআর গবই এবং বিচারপতি কে বিনোদ চন্দ্রনের বেঞ্চে আবেদনের জরুরি শুনানির আবেদন করছিলেন। সেই আবেদনে সাড়া দিয়েই এই সিদ্ধান্ত নিয়েছে প্রধান বিচারপতির বেঞ্চ। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরল-সহ ১২টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে গত মঙ্গলবার (৪ নভেম্বর) থেকে শুরু হয়েছে এসআইআর সংক্রান্ত প্রক্রিয়া। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের দলের আশঙ্কা, এই প্রক্রিয়ার ফলে লক্ষ লক্ষ প্রকৃত ভোটার তাঁদের ভোটাধিকার থেকে বঞ্চিত হবেন!
নির্বাচন কমিশন জানিয়েছে, ৪ নভেম্বর-৪ ডিসেম্বর পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের এনুমারেশন ফর্ম দেবেন বিএলও-রা। প্রযুক্তিগত সমস্যা মিটে গেলে সংশ্লিষ্ট রাজ্যের বাইরে থাকা ভোটারেরা অনলাইনেও ফর্ম ভরতে পারবেন। এর পরে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে ৯ ডিসেম্বর। এই তালিকা নিয়ে অভিযোগ থাকলে ৯ ডিসেম্বর থেকে ৮ জানুয়ারির মধ্যে জানাতে হবে। পরবর্তী পর্যায়ে ৯ ডিসেম্বর থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে অভিযোগ শোনা এবং খতিয়ে দেখার কাজ। চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে ৭ ফেব্রুয়ারি।
এসআইআর প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে আবেদন জানিয়ে গত ৩ নভেম্বর শীর্ষ আদালতে ডিএমকে প্রশ্ন তুলেছিল, এত কম সময়ের মধ্যে কী ভাবে এই প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব? স্ট্যালিনের দলের আশঙ্কা, যদি এসআইআর বাতিল না-হয়, তবে যথাযথ প্রক্রিয়ার অভাবে লক্ষ লক্ষ প্রকৃত ভোটারের নাম বাদ যাবে। ফলে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন ব্যাঘাত ঘটতে পারে। এসআইআর নিয়ে প্রথম থেকেই কমিশনের বিরোধিতা করেন স্ট্যালিন। তাঁর অভিযোগ, নির্বাচনের কয়েক মাস আগে ভোটার তালিকা থেকে ‘প্রকৃত ভোটারদের’ নাম বাদ দেওয়ার জন্য ষড়যন্ত্র করছে কমিশন। বিজেপি-কে সুবিধা পাইয়ে দিতে বিহারে এমনই করা হয়েছিল বলে অভিযোগ ডিএমকে প্রধানের। তাঁর দাবি, বিহারে যা করেছে, তা এ বার অন্য রাজ্যগুলিতে করার চেষ্টা করছে কমিশন।