National News

খাপ-এর মাতব্বরি, কেন্দ্রকে ব্যবস্থা নিতে বলল সুপ্রিম কোর্ট

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দীপক মিশ্র বলেছেন, ‘‘সাবালক নারী ও পুরুষ যখন বিয়ে করেন, তখন সেই বিয়ে বৈধ কি না, দেশের সাংবিধানিক আইনই তা একমাত্র খতিয়ে দেখতে পারে। এ ব্যাপারে দম্পতির মা, বাবা, অভিভাবক, সমাজ, খাপ পঞ্চায়েত বা, অন্য কারও কোনও অধিকার নেই। তারা সেই বিয়ে ভাঙতে হিংসার আশ্রয় নিতে পারে না।’’

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০১৮ ১৮:৪৪
Share:

সুপ্রিম কোর্ট। ফাইল চিত্র।

অসবর্ণ ও ভিন্ন ধর্মে বিয়ে ভাঙতে ‘সম্মান’রক্ষার্থে একের পর এক খুনের ঘটনায় জড়িত খাপ পঞ্চায়েতগুলিকে তীব্র ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট। খাপ পঞ্চায়েতগুলির হাত থেকে দম্পতিদের বাঁচানোর জন্য কেন্দ্রকে ব্যবস্থা নিতেও বলা হল।

Advertisement

সোমবার একটি পিটিশনের শুনানিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দীপক মিশ্র বলেছেন, ‘‘সাবালক নারী ও পুরুষ যখন বিয়ে করেন, তখন সেই বিয়ে বৈধ কি না, দেশের সাংবিধানিক আইনই তা একমাত্র খতিয়ে দেখতে পারে। এ ব্যাপারে দম্পতির মা, বাবা, অভিভাবক, সমাজ, খাপ পঞ্চায়েত বা, অন্য কারও কোনও অধিকার নেই। তারা সেই বিয়ে ভাঙতে হিংসার আশ্রয় নিতে পারে না।’’

ভিন্ন জাত ও ভিন্ন ধর্মের বিয়ে ভাঙতে দেশে ‘অনার কিলিং’ (‘সম্মান’রক্ষার্থে খুন)-এর ঘটনা বেড়েই চলেছে। যার বেশির ভাগের সঙ্গেই জড়িত খাপ পঞ্চায়েতগুলি।

Advertisement

সেই ‘অনার কিলিং’ নিষিদ্ধ করার আর্জি জানিয়ে শীর্ষ আদালতে একটি পিটিশন করে অলাভজনক সংস্থা ‘শক্তি বাহিনী’। এ দিনের শুনানিতে প্রধান বিচারপতি বলেন, দুই সাবালক নারী ও পুরুষের বিয়ে বৈধ কি না, তা নিয়ে অন্য কোনও ব্যক্তি, সংগঠন, গোষ্ঠী বা সমাজ নাক গলাতে পারে না। আইনত তাদের সেই অধিকার নেই।

আরও পড়ুন- পণের বাড়তি টাকা না দিতে পারায় স্ত্রীর কিডনি বিক্রি!​

আরও পড়ুন- দিদার দেহ নিয়েও ফেসবুক লাইভ নাতির​

খাপ পঞ্চায়েতগুলিকে ভর্ৎসনা করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দীপক মিশ্র বলেন, ‘‘বিবেকের স্বঘোষিত রক্ষক বলে ওরা মনে করছেন নিজেদের। এটা চলতে পারে না।’’

শীর্ষ আদালত এও জানিয়েছে, ওই দম্পতিদের বাঁচাতে প্রশাসনিক ভাবে কী কী করণীয়, তার উপায় বাতলাতে পুলিশ অফিসারদের নিয়ে একটি উচ্চ পর্যায়ের কমিটি গড়ার কথা ভাবা হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন