স্কুলবাসের হাল ঘুরে দেখছেন কর্তারা

১৫ বছরের পুরনো স্কুলবাস চলবে না রাঁচির রাস্তায়। এমনই ফরমান জারি করছে রাঁচির পরিবহণ দফতর। গরমের ছুটিতে সংশ্লিষ্ট বিভাগের আধিকারিকরা শহরের বিভিন্ন স্কুলে গিয়ে বাস পরীক্ষা করছেন। অনেক ক্ষেত্রেই যান্ত্রিক বিভ্রাটে দুর্ঘটনার মুখে পড়ে বাস। এই নিয়ে সচেতনতা বাড়াতে উদ্যোগ নেয় প্রশাসন। রাস্তায় স্কুলবাসে আচমকা পরিদর্শন করা হয়।

Advertisement
শেষ আপডেট: ২৯ মে ২০১৫ ০৩:০৩
Share:

১৫ বছরের পুরনো স্কুলবাস চলবে না রাঁচির রাস্তায়। এমনই ফরমান জারি করছে রাঁচির পরিবহণ দফতর। গরমের ছুটিতে সংশ্লিষ্ট বিভাগের আধিকারিকরা শহরের বিভিন্ন স্কুলে গিয়ে বাস পরীক্ষা করছেন। অনেক ক্ষেত্রেই যান্ত্রিক বিভ্রাটে দুর্ঘটনার মুখে পড়ে বাস। এই নিয়ে সচেতনতা বাড়াতে উদ্যোগ নেয় প্রশাসন। রাস্তায় স্কুলবাসে আচমকা পরিদর্শন করা হয়। কিন্তু তাতেও পরিস্থিতি খুব বেশি বদলায়নি। রাঁচি পরিবহণ দফতর সূত্রে খবর, শিক্ষা দফতরের সুপার-সহ বিভাগীয় প্রতিনিধিরা এখন শহরের বিভিন্ন স্কুলে গিয়ে বাসের অবস্থা খতিয়ে দেখছেন। জেলার পরিবহণ আধিকারিক নগেন্দ্র পাসোয়ান জানান, কয়েক মাস ধরেই এই প্রক্রিয়া চালানো হচ্ছে। তাতে দেখা গিয়েছে, অনেক ক্ষেত্রেই প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা না নিয়েই স্কুলবাস চালানো হচ্ছে। এ বিষয়ে কয়েকটি স্কুল কর্তৃপক্ষকেও সর্তক করা হয়েছিল। বিজ্ঞপ্তি জারি করে পড়ুয়াদের নিরাপত্তায় কী কী ব্যবস্থা নিতে হবে, সে সংক্রান্ত নির্দেশিকাও জারি করা হয়। স্কুলবাসগুলি তা মেনে চলছে কি না, তা দেখতেই পরিবহণ দফতরের অফিসার ও জেলা শিক্ষা দফতর যৌথ অভিযান চালাচ্ছে। নগেন্দ্রবাবু জানিয়েছেন, ১৫ বছরের পুরনো স্কুলবাসগুলি রাস্তায় নামাতে নিষেধ করা হয়েছে। নির্দেশ ঠিকমতো পালন করা হল কি না, তা নিয়ে নির্দিষ্ট সময়ের ব্যবধানে স্কুল কর্তৃপক্ষকে রিপোর্ট দাখিল করতে হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন