‘জলরাহত’

চেন্নাই, মুম্বইয়ের বন্যা, উত্তরাখণ্ডের প্রলয় থেকে শিক্ষা নিয়ে ভারতের সব নিরাপত্তাবাহিনী বিপর্যয় মোকাবিলায় হাত মেলাল। গজরাজ কোরের জিওসি লেফটেন্যান্ট জেনারেল দেবরাজ আনবু জানান, দ্রুততার সঙ্গে উদ্ধারকাজ শুরু করার পাশাপাশি উদ্ধারকারী দলগুলির মধ্যে বোঝাপড়া থাকাও খুব দরকার।

Advertisement
শেষ আপডেট: ৩০ জুন ২০১৬ ০৩:০৭
Share:

চেন্নাই, মুম্বইয়ের বন্যা, উত্তরাখণ্ডের প্রলয় থেকে শিক্ষা নিয়ে ভারতের সব নিরাপত্তাবাহিনী বিপর্যয় মোকাবিলায় হাত মেলাল। গজরাজ কোরের জিওসি লেফটেন্যান্ট জেনারেল দেবরাজ আনবু জানান, দ্রুততার সঙ্গে উদ্ধারকাজ শুরু করার পাশাপাশি উদ্ধারকারী দলগুলির মধ্যে বোঝাপড়া থাকাও খুব দরকার। সে দিকে তাকিয়েই সেনা, নৌসেনা, বিমানবাহিনী, রাজ্য ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী বুধবার থেকে যৌথ মহড়ায় নামল। যার পোশাকি নাম ‘জলরাহত’। তিন দিন ধরে গুয়াহাটিতে চলবে জলরাহতের আলোচনা, প্রদর্শনী আর মহড়া।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement