রাষ্ট্রপতির মনোনীত সাংসদ হলেন সাংবাদিক স্বপন দাশগুপ্ত

বাংলায় শপথ নিয়ে সংসদের উচ্চকক্ষে প্রবেশ হল এক আপাদমস্তক বাঙালির। তা-ও আবার রাষ্ট্রপতির মনোনীত সদস্য হয়ে। অতীতে সত্যেন্দ্রনাথ বসু, রাধাকুমুদ মুখোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বি এন বন্দ্যোপাধ্যায়, মৃণাল সেন, অশোক গঙ্গোপাধ্যায়ের মতো বাঙালিরা যে শিরোপা পেয়েছিলেন, এ বারে সেই তালিকায় যোগ হল সাংবাদিক স্বপন দাশগুপ্তের নাম।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০১৬ ১৯:১১
Share:

বাংলায় শপথ নিয়ে সংসদের উচ্চকক্ষে প্রবেশ হল এক আপাদমস্তক বাঙালির। তা-ও আবার রাষ্ট্রপতির মনোনীত সদস্য হয়ে। অতীতে সত্যেন্দ্রনাথ বসু, রাধাকুমুদ মুখোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বি এন বন্দ্যোপাধ্যায়, মৃণাল সেন, অশোক গঙ্গোপাধ্যায়ের মতো বাঙালিরা যে শিরোপা পেয়েছিলেন, এ বারে সেই তালিকায় যোগ হল সাংবাদিক স্বপন দাশগুপ্তের নাম।

Advertisement

সতীর্থ কিছু সদস্য যখন আজ থেকেই রাজ্যসভায় হল্লা করতে শুরু করে দিয়েছেন, স্বপন কিন্তু সেই পথ মাড়াতে চান না। রাজ্যসভায় আসনটিও পেয়েছেন একটু পিছনের দিকে। স্বপন নিজেই বলেন, ‘‘আমি তো চেঁচাব না। যেখানেই আসন পাই না কেন, আমার কাজ হল রাজ্যসভার বিতর্ককে আরও সমৃদ্ধ করা। বিভিন্ন নীতিগত বিষয়ের আলোচনায় অংশ নিয়ে বিতর্কের মান আরও উন্নত করা।’’

আরও পড়ুন- আগুস্তাওয়েস্টল্যান্ড নিয়ে উত্তাল সংসদ, পাল্টা আক্রমণে সনিয়া

Advertisement

জন্ম কলকাতায়। প্রাথমিক পড়াশোনাও সেখানে। তার পর দিল্লিতে স্নাতক করে যান অক্সফোর্ড। পদ্মভূষণপ্রাপ্ত এই সাংবাদিক অতীতে বিজেপির প্রবীণ নেতা লালকৃষ্ণ আডবাণীর রথযাত্রায় সামিল হয়েছেন। রাজনাথ সিংহের যাত্রাতেও তাঁকে সক্রিয় থাকতে দেখা গিয়েছে। এমনকী, তাঁর লেখায় বিজেপির প্রতি সমর্থনই ফুটে উঠেছে বার বার। তবে কি তিনি রাষ্ট্রপতির মনোনীত সদস্য হয়েও বিজেপির সদস্যপদ গ্রহণ করবেন? কারণ, রাজ্যসভায় রাষ্ট্রপতির মনোনীত সদস্য হলেও কেউ চাইলে কোনও দলের সদস্য হতে পারেন ছ’মাসের মধ্যে। কিন্তু স্বপনের কাছে বিষয়টি স্পষ্ট, তিনি রাষ্ট্রপতির মনোনীত। কোনও দলের সঙ্গে যুক্ত নন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন