দুর্ঘটনার পর দুমড়েমুচড়ে গিয়েছে পুণ্যার্থীদের নিয়ে যাওয়া বাসটি। মঙ্গলবার সকালে ঝাড়খণ্ডের দেওঘরে। ছবি: সংগৃহীত।
ঝাড়খণ্ডের দেওঘরে পুণ্যার্থীদের বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ। মৃত্যু হল ১৮ জন পুণ্যার্থীর। দেওঘর ঝাড়খণ্ডের গোড্ডা লোকসভা কেন্দ্রের অন্তর্গত। ওই কেন্দ্রের বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে জানিয়েছেন, এই দুর্ঘটনায় ১৮ জন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে।
প্রাথমিক ভাবে জানা গিয়েছে, মঙ্গলবার ভোর সাড়ে ৪টে নাগাদ পুণ্যার্থীদের নিয়ে একটি বাস দেওঘরের বৈদ্যনাথধামের দিকে যাচ্ছিল। দেওঘর-বাসুকিনাথ সড়কের উপর জামুনিয়া চকের কাছে গ্যাস সিলিন্ডারবোঝাই একটি ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের অভিঘাতে দুমড়েমুচড়়ে যায় বাসের একাংশ।
ঝাড়খণ্ড পুলিশের আইজি (দুমকা জ়োন) শৈলেন্দ্রকুমার সিন্হা সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, “৩২ আসনবিশিষ্ট বাসে কেবল পুণ্যার্থীরাই জানালেন। দেওঘরের মোহনপুর থানা এলাকার জামুনিয়া জঙ্গলের কাছে দুর্ঘটনাটি ঘটে। কী কারণে দুর্ঘটনা, তা খতিয়ে দেখা হচ্ছে।’’
প্রথমে পুলিশের তরফে জানানো হয়েছিল, দুর্ঘটনাস্থলেই ৯ জনের মৃত্যু হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করানো হয়। তবে পুলিশের তরফে এ-ও জানানো হয় যে, আহতদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। তখনই আশঙ্কা করা হয়েছিল যে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। পরে সাংসদ নিশিকান্ত বলেন, “শ্রাবণ মাসে কাঁওয়ার যাত্রার সময় আমার লোকসভা কেন্দ্রের দেওঘরে ১৮ জন পুণ্যার্থী বাস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।”