— প্রতিনিধিত্বমূলক চিত্র।
ভারত-পাকিস্তান সংঘাতের আবহে দেশের ৩২টি বিমানবন্দর বন্ধ রাখার সময়সীমা বৃদ্ধি করেছে কেন্দ্রীয় অসামরিক বিমান মন্ত্রক। আগামী ১৫ মে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ওই বিমানবন্দরগুলির পরিষেবা বন্ধ থাকবে। সেই তালিকায় দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের নাম না থাকলেও বিমান পরিষেবা ব্যাহত হয়েছে সেখানেও। শনিবার দিল্লি বিমানবন্দরে আসা-যাওয়ার অন্তত ৬০টি অভ্যন্তরীণ উড়ান বাতিল করা হয়েছে বলে বিমানবন্দর সূত্রে খবর।
ভারতের ‘অপারেশন সিঁদুর’-এর পর বৃহস্পতিবার ভারতের সীমান্ত সংলগ্ন এলাকা লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টা করে পাকিস্তান। এর পরেই নিরাপত্তার কথা মাথায় রেখে ভারতের ৩২টি বিমানবন্দর ১০ মে পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় সরকার। শুক্রবারই সেই সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। তারই মাঝে শনিবার দিল্লি বিমানবন্দরে আসা-যাওয়ার অন্তত ৬০টি অভ্যন্তরীণ উড়ান বাতিল হল। শুক্রবার দিল্লি বিমানবন্দরে বিভিন্ন বিমান সংস্থার মোট ১৩৮টি উড়ান বাতিল করা হয়েছিল। সূত্রের খবর, শনিবারও ভোর ৫টা থেকে দুপুর ২টো ৩০ মিনিট পর্যন্ত দিল্লি বিমানবন্দরে মোট ৬০টি উড়ান বাতিল করা হয়েছে।
যদিও বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন, বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক ভাবেই চলছে। তবে আকাশসীমার পরিস্থিতি এবং অসামরিক বিমান চলাচলের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে বেশ কিছু উড়ানের সময়সূচি প্রভাবিত হতে পারে বলে জানানো হয়েছে। নিরাপত্তা পরীক্ষায় বিলম্বের কারণে যাত্রীদের আগেভাগে পৌঁছোনোর পরামর্শ দেওয়া হয়েছে। প্রসঙ্গত, ভারত-পাকিস্তান সংঘাতের আবহে যে ৩২টি বিমানবন্দর বন্ধ রাখা হয়েছে, তার মধ্যে রয়েছে অমৃতসর, চণ্ডীগড়, শ্রীনগর, লুধিয়ানা, পটীয়ালা, সিমলা, কাংড়া-গগ্গল, জৈসলমের, জোধপুর, বিকানের, পঠানকোট, জম্মু, লেহ্, জামনগর, পোরবন্দর, কান্দলা, ভূজ প্রভৃতি। এ ছাড়া, দেশের বাকি বিমানবন্দরগুলির জন্যও জারি হয়েছে নির্দেশিকা। বিমান ছাড়ার অন্তত ঘণ্টাতিনেক আগে যাত্রীদের বিমানবন্দরে পৌঁছে যেতে বলা হয়েছে। আরও কড়া হয়েছে নিরাপত্তা।