Indore Water Contamination

আবার ইনদওর, আবার ‘বিষাক্ত’ জল! কমপক্ষে ২২ জন অসুস্থ, ৯ জন ভর্তি হাসপাতালে

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছেন, শুক্রবার সকাল থেকে স্বাস্থ্য বিভাগের একটি দল ঘটনাস্থলে রয়েছে। কোনও অসুস্থতার খবর পাওয়া গেলেই তাৎক্ষণিক চিকিৎসা করছেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০২৬ ১১:১৯
Share:

বোতলে ভরা ‘বিষাক্ত’ জল ! ছবি: পিটিআই।

আবার মধ্যপ্রদেশের ইনদওরে ‘বিষাক্ত’ জলের প্রভাব। কমপক্ষে ২২ জনের অসুস্থ হওয়ার খবর মিলেছে। স্থানীয়দের দাবি, ‘বিষাক্ত’ জল পান করেই তাঁরা অসুস্থ হয়ে পড়েছেন।

Advertisement

এ বার ইনদওরের মহৌ এলাকায় এক সঙ্গে অনেকে অসুস্থ হয়ে পড়লেন। অভিযোগ, দূষিত জল পান করে তাঁরা অসুস্থ হয়েছেন। তাঁদের মধ্যে ন’জন হাসপাতালে ভর্তি। বাকিরা বাড়িতে পর্যবেক্ষণে রয়েছেন। তবে আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। স্থানীয় কর্তৃপক্ষের এক সূত্রের দাবি, আক্রান্তের সংখ্যা ২৫ ছাড়িয়েছে। যত সময় গড়াচ্ছে, বিভিন্ন এলাকা থেকে অসুস্থতার খবর আসছে।

বৃহস্পতিবার রাত থেকেই অসুস্থতার খবরে শোরগোল পড়ে যায়। খবর পাওয়া মাত্রই তৎপর হয়ে ওঠে স্থানীয় প্রশাসন। হাসপাতালে ভিড় করতে থাকেন রোগীরা। সকলেরই উপসর্গ এক! জেলাশাসক শিবম বর্মা হাসপাতালে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন। চিকিৎসায় বাড়তি জোর দেওয়ার নির্দেশও দেন।

Advertisement

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছেন, শুক্রবার সকাল থেকে স্বাস্থ্য বিভাগের একটি দল ঘটনাস্থলে রয়েছে। কোনও অসুস্থতার খবর পাওয়া গেলেই তাৎক্ষণিক চিকিৎসা করছেন। প্রয়োজনে হাসপাতালে স্থানান্তরিত করার বন্দোবস্ত করছে।

দিন কয়েক আগে ইনদওরের ভগীরথপুরায় ‘বিষাক্ত’ জলের প্রভাব দেখা গিয়েছিল। ভগীরথপুরায় একটি থানার কাছে পাইপে ফাটল চিহ্নিত করা হয়। ঘটনাচক্রে, যে জায়গায় পাইপ ফাটে, সেই পাইপলাইনের উপরে একটি শৌচাগার নির্মাণ করা হয়। পাইপে ফাটল ধরায় শৌচাগারের জল চুঁইয়ে পানীয় জলের সঙ্গে মিশেছে। আর তা থেকেই এত বড় বিপত্তি। ‘বিষাক্ত’ জল পান করায় ভাগীরথপুরায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পায়। শুধু তা-ই নয়, কমপক্ষে ১৫ জন মৃত্যুর ঘটনাও ঘটে। তবে স্থানীয়দের দাবি, বমি এবং ডায়েরিয়ার কারণে ২৫ জন মারা গিয়েছে। সেই ইনদওরে আবার ‘বিষাক্ত’ জলের প্রাদুর্ভাব দেখা গেল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement