— প্রতিনিধিত্বমূলক চিত্র।
খারাপ আবহাওয়ার কারণে দিল্লিতে একাধিক বিমানের যাত্রাপথ পরিবর্তন করা হল। মঙ্গলবার দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আসা-যাওয়ার অন্তত ১৪টি বিমানের যাত্রাপথে পরিবর্তন করা হয়েছে।
মঙ্গলবার দুপুর ১টা থেকে বিকেল ৫টার মধ্যে দিল্লির বিমানবন্দরে কমপক্ষে ১৪টি উড়ানের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে। বিবৃতি দিয়ে এমনটাই জানিয়েছে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর (আইজিআইএ)। বিমানবন্দর কর্তৃপক্ষ তাঁদের এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘‘প্রতিকূল আবহাওয়ার কারণে বিমান চলাচল ব্যাহত হয়েছে। সে কারণেই ১৪টি বিমানের যাত্রাপথ বদলানো হয়।’’ ভোপালগামী ৬টি বিমান, চণ্ডীগড়গামী ৩টি বিমান, অমৃতসরগামী ২টি বিমান, অহমদাবাদগামী ১টি বিমান, বারাণসীগামী ১টি বিমান এবং লখনউগামী ১টি বিমানের গতিপথ পরিবর্তন করা হয়েছে। যার জেরে দিনভর নাজেহাল হয়েছেন যাত্রীরা। ভোগান্তি এড়াতে বিমান সংস্থাগুলিও বিবৃতি দিয়ে যাত্রীদের নির্দিষ্ট সময়ের কিছু ক্ষণ আগে বিমানবন্দরে পৌঁছোনোর পরামর্শ দিয়েছে।
দিল্লির আইজিআইএ দেশের ব্যস্ততম বিমানবন্দর। এটি দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দর লিমিটেড (ডিআইএএল) দ্বারা পরিচালিত হয়। বিমানবন্দরটিতে তিনটি রানওয়ে আছে, যার একটি বর্তমানে রক্ষণাবেক্ষণের জন্য বন্ধ রাখা হয়েছে। যে কারণে খারাপ আবহাওয়ার কারণে প্রায়ই পরিষেবার উপর অতিরিক্ত চাপ পড়ছে। তবে মঙ্গলবারের বৃষ্টিতে তাপপ্রবাহ থেকে সাময়িক স্বস্তি মিললেও ভোগান্তি বেড়েছে শহরবাসীর। শুধু বিমান চলাচলই নয়, ভারী বৃষ্টির কারণে ব্যাহত হয়েছে সড়ক পরিবহণ ব্যবস্থাও। রাজধানীর একাধিক গুরুত্বপূর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। যানজটের কারণে অসুবিধায় পড়েছেন নিত্যযাত্রীরা।