Gujarat Ride Accident

হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নাগরদোলা! বিপত্তি গুজরাতের মেলায়, উপর থেকে পড়ে জখম সওয়ারিরা

বিলিমোরা শহরের একটি মন্দির প্রাঙ্গণে আয়োজিত এক মেলায় দুর্ঘটনাটি ঘটে। ডেপুটি পুলিশ সুপার বিভি গোহিল জানিয়েছেন, ৩২টি আসনবিশিষ্ট একটি উঁচু নাগরদোলা আচমকা হুড়মুড়িয়ে ভেঙে পড়ে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ অগস্ট ২০২৫ ১৪:৫৬
Share:

মেলায় দুর্ঘটনার দৃশ্য। ছবি: সংগৃহীত।

উঁচু থেকে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নাগরদোলা! রবিবার গুজরাতের নভসারি জেলার এক মন্দিরের মেলায় ঘটনাটি ঘটেছে। ওই দুর্ঘটনায় কয়েক জন আহত হয়েছেন। পাঁচ জনের আঘাত অত্যন্ত গুরুতর, যার মধ্যে দুই শিশুও রয়েছে। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আহতেরা।

Advertisement

সোমবার পুলিশ জানিয়েছে, রবিবার রাত সাড়ে ১০টা নাগাদ বিলিমোরা শহরের একটি মন্দির প্রাঙ্গণে আয়োজিত এক মেলায় দুর্ঘটনাটি ঘটে। ডেপুটি পুলিশ সুপার বিভি গোহিল জানিয়েছেন, ৩২টি আসনবিশিষ্ট একটি উঁচু নাগরদোলা আচমকা হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ওই ঘটনায় দু’জন মহিলা এবং নাগরদোলার অপারেটর আহত হন। আহতদের মধ্যে দুই শিশুও রয়েছে। গোহিল বলেন, ‘‘সে সময় ওই নাগরদোলায় আট থেকে ন’জন বসেছিলেন, যার মধ্যে পাঁচজন গুরুতর আহত। আহতদের মধ্যে চার জনকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অপারেটরের মাথাতেও গুরুতর আঘাত লেগেছিল। তাঁকে সুরাতের একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।’’

ইতিমধ্যে ওই ঘটনার একটি ভিডিয়োও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে (সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)। তাতে দেখা যাচ্ছে, হঠাৎ উপর থেকে ভেঙে পড়ল নাগরদোলাটি। আশপাশের অনেকের চিৎকারও শোনা যাচ্ছে ভিডিয়োয়। মেলা কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ওই মেলায় সাতটি রাইড বসানোর অনুমতি দেওয়া হয়েছিল। সওয়ারিদের সুরক্ষার বিষয়টিও খতিয়ে দেখা হয়েছিল। তা সত্ত্বেও কী ভাবে এই ঘটনা ঘটল, বুঝতে পারছেন না কেউই। ঘটনায় তদন্ত শুরু করেছে পুলি‌শ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement