Doda Accident

২০০ ফুট গভীর খাদে পড়ল সেনার গাড়ি! জম্মু-কাশ্মীরের ডোডায় ১০ জওয়ানের মৃত্যু, গুরুতর জখম আরও ১০

বৃহস্পতিবার দুপুরে ডোডা জেলার ভদ্রওয়াহ এলাকায় ভারতীয় সেনার একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ২০০ ফুট গভীর খাদে পড়ে যায়। সেনা সূত্রে জানা গিয়েছে, ওই গাড়িতে অন্তত ২০ জন সেনাকর্মী ছিলেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৬ ১৫:৩১
Share:

ডোডায় দুর্ঘটনার কবলে সেনার গাড়ি। ছবি: পিটিআই।

নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ২০০ ফুট গভীর খাদে পড়ে গেল সেনার গাড়ি। বৃহস্পতিবার দুপুরে জম্মু-কাশ্মীরের ডোডায় দুর্ঘটনাটি ঘটেছে। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ১০ জওয়ানের। গুরুতর জখম হয়েছেন আরও ১০ জন।

Advertisement

সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদন সূত্রে খবর, বৃহস্পতিবার দুপুরে ডোডা জেলার ভদ্রওয়াহ এলাকায় ভারতীয় সেনার একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ২০০ ফুট গভীর খাদে পড়ে যায়। সেনা সূত্রে জানা গিয়েছে, ওই গাড়িতে অন্তত ২০ জন সেনাকর্মী ছিলেন। পথে ভদ্রওয়াহ-চম্বা সড়কের উপর খন্নী টপে দুর্ঘটনাটি ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে কোনও ভাবে খাদে পড়ে যায় গাড়িটি।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে সেনা ও পুলিশের যৌথ দল। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার অভিযান শুরু হয়েছে। এখনও পর্যন্ত ১০ জন জওয়ানের দেহ পাওয়া গিয়েছে। গাড়িতে থাকা বাকিদের অবস্থাও আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। আহতদের বিমানে করে উধমপুর সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

Advertisement

ঘটনার পরেই বিবৃতি দিয়েছে সেনার হোয়াইট নাইট কোর। জানানো হয়েছে, ওই জওয়ানেরা একটি অভিযানে যাচ্ছিলেন। খারাপ আবহাওয়ার মধ্য দিয়ে বিপদসঙ্কুল পাহাড়ি পথ ধরে যেতে যেতে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের গভীর খাদে পড়ে যায় গাড়িটি। হতাহতের সংখ্যা সম্পর্কে সেনার তরফে নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি।

শোকপ্রকাশ করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিজের এক্স হ্যান্ডলে অভিষেক লিখেছেন, ‘‘ডোডায় মর্মান্তিক দুর্ঘটনায় আমাদের সাহসী জওয়ানদের মৃত্যুতে আমরা মর্মাহত। কর্তব্যপালন করতে গিয়ে ১০ জন বীর জওয়ান প্রাণ দিয়েছেন এবং আরও কয়েক জন আহত হয়েছেন। এই ঘটনা আমাদের আরও একবার মনে করিয়ে দেয় যে, দেশের জন্য কাজ করতে গিয়ে আমাদের জওয়ানদের প্রতি দিন কত বিপদের সন্মুখীন হতে হয়। নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাই।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement