Telangana Fire Incident

বিস্ফোরণে উড়ে গেল রাসায়নিক কারখানার ছাদ! তেলঙ্গানায় অন্তত আট শ্রমিকের মৃত্যু, গুরুতর আহত ১৫ জন

সোমবার সকালে তেলঙ্গানার সাঙ্গারেড্ডি জেলায় শিল্পতালুকের ওই রাসায়নিক কারখানা থেকে হঠাৎই বিস্ফোরণের শব্দ শোনা যায়। স্থানীয়রা দৌড়ে গিয়ে দেখেন, কারখানার ছাদ উড়ে গিয়ে ১০০ মিটার দূরে পড়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ জুন ২০২৫ ১২:৫০
Share:

বিস্ফোরণের পর তেলঙ্গানার রাসায়নিক কারখানায় চলছে আগুন নেবানোর কাজ। সোমবার সকালে। ছবি: সংগৃহীত।

তেলঙ্গানায় রাসায়নিক কারখানায় বিস্ফোরণ। বিস্ফোরণের অভিঘাতে উড়ে গেল কারখানার আস্ত ছাদ। সোমবার সকালের এই ঘটনায় কারখানায় সেই সময় কাজ করা অন্তত আট জন শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। গুরুতর আহত ১৫ জন।

Advertisement

সোমবার সকালে তেলঙ্গানার সাঙ্গারেড্ডি জেলায় শিল্পতালুকের ওই রাসায়নিক কারখানা থেকে হঠাৎই বিস্ফোরণের শব্দ শোনা যায়। স্থানীয়রা দৌড়ে গিয়ে দেখেন, কারখানার ছাদ উড়ে গিয়ে ১০০ মিটার দূরে পড়েছে। ভিতর থেকে বেরিয়ে আসছে কালো ধোঁয়া। আতঙ্কে দৌড়ে বেরিয়ে আসছেন শ্রমিকেরা। ইতিমধ্যেই ঘটনাস্থলে গিয়েছে দমকলের ১১টি ইঞ্জিন।

পুলিশের তরফে জানানো হয়েছে, বিস্ফোরণের সময় কারখানায় আটকে পড়ে পাঁচ জনের মৃত্যু হয়েছে। এখনও অনেক শ্রমিকের খোঁজ নেই। সেই কারণেই হতাহতের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আহত ১৫ জন হাসপাতালে চিকিৎসাধীন। তবে কী কারণে এই বিস্ফোরণ, তা এখনও স্পষ্ট নয়।

Advertisement

ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজে তদারকি করছেন সাঙ্গারেড্ডির পুলিশ সুপার পি প্রবীণ্যা এবং জেলার পুলিশ সুপার (এসপি) পরিতোষ পঙ্কজ। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, তেলঙ্গানার ওই কারখানাটিতে ওষুধ তৈরির সামগ্রি তৈরি হত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement