প্রস্রাব পান করানোয় অভিযুক্ত এসএফআই

তাদের সদস্যপদ নিতে অস্বীকার করায় ত্রিপুরার কমলপুর কলেজের এক ছাত্রকে প্রস্রাব গিলতে বাধ্য করার অভিযোগ উঠল এসএফআইয়ের বিরুদ্ধে। সাধারণ মৌখিক অভিযোগ নয়, অত্যাচারিত ছাত্রটি এই মর্মে কমলপুর থানায় একটি এফআইআরও দায়ের করেছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ মে ২০১৬ ০৪:৫৯
Share:

তাদের সদস্যপদ নিতে অস্বীকার করায় ত্রিপুরার কমলপুর কলেজের এক ছাত্রকে প্রস্রাব গিলতে বাধ্য করার অভিযোগ উঠল এসএফআইয়ের বিরুদ্ধে। সাধারণ মৌখিক অভিযোগ নয়, অত্যাচারিত ছাত্রটি এই মর্মে কমলপুর থানায় একটি এফআইআরও দায়ের করেছে।

Advertisement

সিপিএম শাসিত ত্রিপুরায় কলেজে কলেজে স্বাভাবিক ভাবেই ক্ষমতাসীন এসএফআই। অভিযোগ, সেই ক্ষমতাকে কাজে লাগিয়েই ধলাইয়ের কমলপুর কলেজের ছাত্র অলক দেবকে এসএফআইয়ের সদস্যপদ নিতে কিছু বাম ছাত্র জোর করতে থাকে। অলক বাম ছাত্র সংগঠনটির সদস্যপদ নিতে অস্বীকার করে। অভিযোগ, তখন তাকে কমনরুমে ডেকে নিয়ে ‘প্রস্রাব’ খেতে বাধ্য করে এসএফআইয়ের কিছু নেতা। কলেজে এসএফআইয়ের নেতা বীরজিৎ দেববর্মা-সহ বেশ কয়েকজনের নাম থানায় দায়ের অভিযোগে উল্লেখ করেছে ওই ছাত্রটি।

এসএফআইয়ের রাজ্য সম্পাদক নবারুণ দেব এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘‘এ ধরনের কোনও ঘটনা ঘটেনি। বাম ছাত্র সংগঠনের উপর এবিভিপির আমবাসার কিছু সদস্য হামলা চালায়। দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।’’ তাঁর আরও অভিযোগ, কমলপুর কলেজের বাম ছাত্র সংগঠনের কিছু সদস্যদের বিরুদ্ধে সোশ্যাল নেটওয়ার্কে অশালীন মন্তব্য করা হয়েছে। সেগুলির কারণ জানতে চাওয়া হয়েছিল এবিভিপির সদস্য অলক দেবের কাছে। তাতেই উত্তেজনা ছড়ায়।

Advertisement

পুলিশ জানিয়েছে, এসএফআইয়ের তরফেও কমলপুর থানায় অলক দেব-সহ এবিভিপির বহিরাগত কিছু সদস্যের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে। পুলিশ এখনও দু’পক্ষের কাউকেই আটক করেনি। এ দিকে, বিজেপির রাজ্য সভাপতি বিপ্লব দেব কমলপুর কলেজের ঘটনার তীব্র নিন্দা করে বলেন, ‘‘পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিক। জেলা পুলিশ ব্যবস্থা না নিলে বিজেপির ছাত্র সংগঠন বৃহত্তর আন্দোলনে নামবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement