মেট্রো চড়ে সোনা জিতলেন শান্তি!

মেট্রোর ডেলি প্যাসেঞ্জার? তা না হলে নিয়মিত যাতায়াতের জন্য মেট্রোকে পছন্দের তালিকায় শীর্ষে রাখেন? ভাবুন তো, শুধুমাত্র মেট্রো চড়ার কারণে যদি কপালে জোটে টোকেনের বদলে সোনা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০১৫ ২০:৪৮
Share:

মেট্রোর ডেলি প্যাসেঞ্জার? তা না হলে নিয়মিত যাতায়াতের জন্য মেট্রোকে পছন্দের তালিকায় শীর্ষে রাখেন? ভাবুন তো, শুধুমাত্র মেট্রো চড়ার কারণে যদি কপালে জোটে টোকেনের বদলে সোনা। তবে তো যাকে বলে সোনায় সোহাগা! দুবাইয়ের শান্তি রবিনের ভাগ্যে এমনই ঘটনা ঘটেছে।

Advertisement

গত ২২ বছর ধরে দুবাই থাকেন আদতে তামিলনা়ড়ুর তাঞ্জাভুরের বাসিন্দা শান্তি। সেখানে একটি আরব পরিবারে পরিচারিকার কাজ করেন তিনি। কাজের গুরুদায়িত্বের ফাঁকে এদিক ওদিক যেতে হলে সরকারি যানবাহনের উপরই ভরসা রাখেন শান্তি।

সম্প্রতি সরকারি যানবাহন ব্যবহারের প্রসার ঘটাতে প্রচার শুরু করেছে দুবাইয়ের সরকারি পরিবহন সংস্থা। নিত্যযাত্রীদের জন্য নগদ, সোনা, হেডফোন, স্মার্ট ওয়াচ, ল্যাপটপ প্রভৃতি পুরস্কার চালু করে দুবাই প্রশাসন। সেকথা অবশ্য জানা ছিল না প্রৌঢ়া শান্তির। না জেনেই মেট্রোতে চাপেন তিনি। এতেই কেল্লাফতে শান্তি রবিনের। মেট্রো চড়ায় ৫০ গ্রাম সোনার কয়েন জিতেছেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement