Ola

শেয়ার ট্যাক্সি বন্ধ করতে চলেছে আপ সরকার

দিল্লির আপ সরকার শহরের ট্যাক্সি পরিষেবাকে সুষ্ঠ ও নিরাপদ করতে চায়। তাই ওলা, উবের-এর মতো অ্যাপ নির্ভর ট্যাক্সিতে শেয়ারে যাতায়াত বন্ধ হতে চলেছে রাজধানীতে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৯ জুলাই ২০১৭ ১২:০২
Share:

ওলা, উবের-এর মতো অ্যাপ নির্ভর ট্যাক্সিতে শেয়ারে যাতায়াত বন্ধ হতে চলেছে রাজধানীতে। দিল্লির আপ সরকারের তরফে এই খবর জানানো হয়েছে। শীঘ্রই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হবে।

Advertisement

দিল্লির আপ সরকার শহরের ট্যাক্সি পরিষেবাকে সুষ্ঠ ও নিরাপদ করার জন্য নয়া আইন আনতে চলেছে। সেই উদ্দেশে নয়া সিটি ট্যাক্সি স্কিম-২০১৭ আনতে চলেছে দিল্লিতে। এই আইনের খসড়া ইতিমধ্যেই চূড়ান্ত হয়ে গিয়েছে। তাতেই শেয়ার ট্যাক্সি পরিষেবাকে নিষিদ্ধ করার কথা বলা হয়েছে। দিল্লি সরকারের মুখপাত্র জানিয়েছেন, ১৯৮৮ সালের মোটর ভেহিকল আইন অনুসারে শেয়ারে ট্যাক্সি পরষেবাকে স্বীকৃতি দেওয়া হয়নি। সেই জন্যই এ বার থেকে ওলা-উবেরের মতো ক্যাব নির্ভর ট্যাক্সিতে শেয়ারে যাতায়াত করা বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন: যাত্রী বেড়েছে রেলের, সেই সঙ্গে রোজগারও

Advertisement

দিল্লি সরকারের তরফে আরও জানানো হয়েছে, শুধুমাত্র আইনের কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে তা নয়, এ বার থেকে ট্যাক্সি যাতে যাত্রী তোলা এবং যাত্রী নামানোর জায়গা ছাড়া অন্য কোথাও না থামে, তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement