Sunanda Pushkar death case

সুনন্দার মৃত্যুতে কাঠগড়ায় শশী

চার বছর পর সুনন্দা পুষ্কর মৃত্যু মামলায় স্বামী শশী তারুরের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ আনল পুলিশ। আগামী ২৪ মে ওই মামলার শুনানির দিন অভিযুক্ত কংগ্রেস সাংসদ যাতে আদালতে হাজির থাকেন, সে জন্যও আবেদন জানিয়েছে দিল্লি পুলিশ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ মে ২০১৮ ০৬:৩০
Share:

সুদিন: সুনন্দা পুস্কর ও শশী তারুর। ফাইল চিত্র

চার বছর পর সুনন্দা পুষ্কর মৃত্যু মামলায় স্বামী শশী তারুরের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ আনল পুলিশ। আগামী ২৪ মে ওই মামলার শুনানির দিন অভিযুক্ত কংগ্রেস সাংসদ যাতে আদালতে হাজির থাকেন, সে জন্যও আবেদন জানিয়েছে দিল্লি পুলিশ। তবে ওই রিপোর্টকে অযৌক্তিক বলে উড়িয়ে দিয়ে আদালতে সর্বশক্তি দিয়ে অভিযোগ মোকাবিলার কথা জানিয়েছেন তারুর। সাংসদের পাশে দাঁড়িয়েছে দলও।

Advertisement

শশীর সঙ্গে বিয়ের চার বছরের মাথায় ২০১৪ সালের ১৭ জানুয়ারি দিল্লির একটি হোটেলের ঘর থেকে সুনন্দার মৃতদেহ উদ্ধার হয়। পুলিশের বক্তব্য, সম্পর্কের শুরুতে সব কিছু ঠিক থাকলেও, পরে দু’জনের সম্পর্ক তিক্ত হয়ে উঠেছিল। ঘটনাচক্রে মৃত্যুর আগের দিনই শশীর সঙ্গে পাকিস্তানের এক মহিলা সাংবাদিকের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে ঝগড়া করেছিলেন সুনন্দা।

এমন একটি প্রেক্ষাপটে সুনন্দার মৃত্যুর ঘটনায় জল্পনা ছড়ায় সব মহলেই। ময়নাতদন্তের রিপোর্টও ইঙ্গিত দেয়, মৃত্যু স্বাভাবিক নয়। প্রাথমিক ভাবে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে পুলিশ। কেন্দ্রে সরকার পরিবর্তনের পরে ২০১৫ সালে খুনের মামলা দায়ের করে পুলিশ। অভিযোগে কারওর নাম না-থাকলেও, একাধিক বার শশীকে জেরা করেছিল পুলিশ।

Advertisement

আজ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ধর্মেন্দ্র সিংহের আদালতে তিন হাজার পাতার চার্জশিটেও পুলিশ নাম দিয়েছে একমাত্র তারুরের। ভারতীয় দণ্ডবিধির ৩০৬ ধারায় সুনন্দাকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়া ছাড়া ৪৯৮-এ ধারায় স্ত্রীর সঙ্গে তারুর নিষ্ঠুর আচরণ করতেন বলে অভিযোগ এনেছে পুলিশ। তারুরের বক্তব্য, ‘‘১৭ অক্টোবর দিল্লি হাইকোর্টে পুলিশ জানিয়েছিল ওই মৃত্যুর পিছনে কারওর হাত নেই। ছ’মাস পরে তারাই বলছে আমি আত্মহত্যায় প্ররোচনা দিয়েছি!’’ পাল্টা যুক্তিতে দিল্লি পুলিশ জানিয়েছে— ফরেনসিক, মেডিকো-লিগ্যাল প্রমাণ ও ময়নাতদন্তের ভিত্তিতে ওই চার্জশিট দাখিল করা হয়েছে।

গোটা ঘটনায় শশীর পাশে দাঁড়িয়ে কংগ্রেস মুখপাত্র রণদীপ সিংহ সুরজেওয়ালা বলেন, ‘‘নরেন্দ্র মোদী তারুরের বিরুদ্ধে খুনের অভিযোগ আনতে না-পেরে এখন আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনেছেন। অথচ কোনও সুইসাইড নোট মেলেনি। দল তাঁর পাশে রয়েছে।’’ বিদেশ মন্ত্রকের সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান তারুর। আজ ওই কমিটির বৈঠকের পরে ঘরোয়া আড্ডায় বিজেপির প্রতিহিংসার রাজনীতির বিরুদ্ধে তাঁর পাশে দাঁড়ানোর জন্য বিরোধী সাংসদদের অনুরোধ করেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement