মোদী-শাহের প্রশংসায় সরব, পাল্টি শত্রুঘ্নের

দলের বিরুদ্ধে একের পর এক বিবৃতি দিয়ে বিতর্কিত সাংসদ শত্রুঘ্ন সিংহ। তবে উত্তরপ্রদেশ জয়ের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও সভাপতি অমিত শাহের প্রশংসায় মুখর তিনি। টুইটে উত্তরপ্রদেশের নয়া মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে অভিনন্দনও জানিয়েছেন তিনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

পটনা শেষ আপডেট: ২১ মার্চ ২০১৭ ০৩:৪২
Share:

বৈঠক সেরে বেরিয়ে আসছেন নরেন্দ্র মোদী। সঙ্গে রাজনাথ সিংহ এবং নিতিন গডকড়ী। সোমবার সংসদে। ছবি: পিটিআই

দলের বিরুদ্ধে একের পর এক বিবৃতি দিয়ে বিতর্কিত সাংসদ শত্রুঘ্ন সিংহ। তবে উত্তরপ্রদেশ জয়ের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও সভাপতি অমিত শাহের প্রশংসায় মুখর তিনি। টুইটে উত্তরপ্রদেশের নয়া মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে অভিনন্দনও জানিয়েছেন তিনি।

Advertisement

দলের অভ্যন্তরীণ রাজনীতিতে লালকৃষ্ণ আডবাণীর ঘনিষ্ঠ শত্রুঘ্ন। গত লোকসভা নির্বাচনে পটনা কেন্দ্রে তাঁর টিকিট পাওয়া নিয়ে বেশ জল ঘোলা হয়। শেষ পর্যন্ত আডবাণীর ইচ্ছাতেই মোদী-রাজনাথ জুটি সেই সময়ে তাঁকে পটনা কেন্দ্রে টিকিট দেন। কিন্তু তাঁকে আর মন্ত্রিসভায় নেননি মোদী।

এক বিজেপি নেতা জানান, মোদী প্রথমে শত্রুঘ্নকে পছন্দ করলেও পরে রাজ্য নেতৃত্বর শত্রুঘ্ন-বিরোধিতাকেই সমর্থন করেন। কেন্দ্রীয় মন্ত্রিসভায় বিহারের সাত জন থাকলেও তিনি স্থান পাননি। এর পরেই দলের সঙ্গে তাঁর দূরত্ব তৈরি হয়। দলের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় ও প্রকাশ্যে বিবৃতি দেন তিনি। বিহার বিধানসভা ভোটের আগে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ও আরজেডি সভাপতি লালুপ্রসাদের সঙ্গে দেখা করেন। প্রশংসা করে বিবৃতিও দেন। বিহার নির্বাচনে দলের স্টার প্রচারকের তালিকা থেকে বাদ দেওয়া হয় তাঁকে। তা নিয়েও নিজের ক্ষোভ গোপন রাখেননি শত্রুঘ্ন।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন