Sheikh Hasina in India

হাসিনাকে দিল্লিতে কোথায় কী ভাবে রাখা হয়েছে? নিরাপত্তাই বা কেমন? দেখা করে এসে বর্ণনা ব্রিটেন আওয়ামী লীগ নেতাদের

লন্ডন থেকে ব্রিটেন আওয়ামী লীগের পাঁচ নেতা এক সপ্তাহের সফরে দিল্লিতে এসেছিলেন। গত ২১ জানুয়ারি তাঁরা হাসিনার সঙ্গে দেখা করেন। প্রায় পাঁচ ঘণ্টা বৈঠক করেছেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২৬ ০৯:৫৯
Share:

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। —ফাইল চিত্র।

ব্রিটেনের আওয়ামী লীগের কয়েক জন নেতা দিল্লিতে গিয়ে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন। দাবি, ভারতের রাজধানীর একটি বিলাসবহুল ‘প্রাসাদে’ রাখা হয়েছে হাসিনাকে। সেখানে রয়েছে কঠোর নিরাপত্তাবেষ্টনী। নিরাপত্তার চোখ এড়িয়ে মাছি গলারও সুযোগ নেই। হাসিনার সঙ্গে সাক্ষাতের পর বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলোকে নেত্রীর বাসস্থান এবং বর্তমান জীবনযাত্রার বর্ণনা দিয়েছেন ওই আওয়ামী লীগ নেতারা।

Advertisement

প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, লন্ডন থেকে ব্রিটেন আওয়ামী লীগের পাঁচ নেতা এক সপ্তাহের সফরে দিল্লিতে এসেছিলেন। গত ২১ জানুয়ারি তাঁরা হাসিনার সঙ্গে দেখা করেন। দিল্লিতে যে বাড়িতে হাসিনাকে রাখা হয়েছে, সেখানে প্রায় পাঁচ ঘণ্টা ছিলেন। গত ২৬ জানুয়ারি তাঁরা লন্ডন ফিরে গিয়েছেন। সূত্রের খবর, হাসিনার সঙ্গে দেখা করেছেন ব্রিটেন আওয়ামী লীগের সভাপতি জালাল উদ্দীন, সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, দলের সাংগঠনিক সম্পাদক আহাদ চৌধুরী এবং ব্রিটেন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল খান। গোপনীয়তার স্বার্থে নাম প্রকাশ না করেই তাঁরা হাসিনার বাসস্থানের বর্ণনা দিয়েছেন।

ব্রিটেনের নেতাদের বর্ণনা অনুযায়ী, নিরাপত্তার কারণে মোবাইল বা ব্যক্তিগত কোনও সামগ্রীই হাসিনার কাছে নিয়ে যেতে দেওয়া হয়নি। হাসিনা নিজে অনুমতি দেওয়ার পর সকলের নিরাপত্তা যাচাই করে নিরাপত্তাবাহিনীর গাড়িতেই তাঁদের যথাস্থানে নিয়ে যাওয়া হয়। এক নেতার কথায়, ‘‘আমরা প্রায় পাঁচ ঘণ্টা সেখানে ছিলাম। পুরো সময়টাই উনি (হাসিনা) আমাদের দিয়েছেন। তাঁকে আত্মবিশ্বাসী এবং প্রত্যয়ী মনে হয়েছে। শারীরিক কোনও অসুস্থতা চোখে পড়েনি। তবে ওজন সামান্য কমেছে বলে মনে হল।’’

Advertisement

কেমন বাড়িতে আছেন হাসিনা? আওয়ামী লীগের নেতারা তাঁর গোপন আস্তানাকে ‘সুসজ্জিত বিশাল প্রাসাদ’ বলে উল্লেখ করেছেন। দাবি, হাসিনার বাসস্থানের নিরাপত্তাবলয় কয়েক স্তরে বিস্তৃত। তাঁকে সহায়তার জন্য অনেক কর্মচারী নিযুক্ত রয়েছেন। নিয়মিত একজনই সেখানে গিয়ে হাসিনার সঙ্গে দেখা করেন। তিনি হাসিনার বোন শেখ রেহানা। লন্ডন থেকে প্রায়ই তিনি দিল্লিতে যাতায়াত করেন বলে দাবি ব্রিটেনের আওয়ামী লীগের প্রতিনিধিদের।

২০২৪ সালের ৫ অগস্ট বাংলাদেশের প্রবল গণঅভ্যুত্থানের চাপে পড়ে পদত্যাগ করতে বাধ্য হন হাসিনা। দেশ ছেড়ে ভারতে পালিয়ে এসেছেন তিনি। সেই থেকে দিল্লিতেই গোপন আস্তানায় রয়েছেন। তাঁর বাসস্থানের ঠিকানা প্রকাশ করা হয়নি। বাংলাদেশের আদালত জুলাই গণঅভ্যুত্থানের মামলায় হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে। মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার একাধিক বার হাসিনার প্রত্যর্পণ চেয়ে ভারত সরকারকে চিঠি দিয়েছে। কিন্তু ভারত থেকে এখনও স্পষ্ট উত্তর ঢাকায় যায়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement