স্ত্রীকে নির্যাতনের অভিযোগে দিল্লির মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের জামাইকে গ্রেফতার করা হল। দিনদু’য়েক আগে শীলার জামাই ইমরানকে বেঙ্গালুরু থেকে গ্রেফতার করা হয়েছে। দিল্লির বরাখাম্বা থানায় স্ত্রী লতিকার দায়ের করা অভিযোগের ভিত্তিতেই ইমরানকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। তাঁকে ট্রানজিট রিমান্ডে দিল্লিতে নিয়ে যাওয়া হয়েছে। গত দশ মাস লতিকা তাঁর স্বামীর সঙ্গে থাকছিলেন না।
আরও পড়ুন- গোটা দেশে বিরোধী ঐক্যের ডাক, ইয়েচুরিকে ফোন মমতা বন্দ্যোপাধ্যায়ের