CTET 2026 application

২৫ লক্ষের বেশি আবেদন জমা পড়ল কেন্দ্রীয় টেট-এ, শিক্ষকতার সুযোগ দিতে ফের খুলছে পোর্টাল

সম্প্রতি সিবিএসই-র তরফে জানানো হয়েছে, গত কয়েক বছরের নিরিখে এ বছরই সবচেয়ে বেশি সংখ্যক আবেদন নথিভুক্ত হয়েছে। প্রায় ২৫.৩০ লক্ষ মানুষ জমা দিয়েছেন নথি। যা জুলাইয়ের ২০ লক্ষ এবং ২০২৪-এর ১৬ লক্ষের থেকে অনেকটাই বেশি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৫ ১৩:০১
Share:

ফের খুলছে পোর্টাল। ছবি: সংগৃহীত।

সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)-র স্কুলগুলিতে পড়ানোর প্রবেশিকা পরীক্ষায় ইতিমধ্যেই ২৫ লক্ষ পেরিয়ে গিয়েছে আবেদনের সংখ্যা। তবুও সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট (সিটেট)-র পোর্টাল ফের খুলছেন কর্তৃপক্ষ। ২৭ ডিসেম্বর সকাল ১১টা থেকে ৩০ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত আবেদনপত্র জমা দেওয়া যাবে। তবে এই সুযোগ শুধুমাত্র ১,৬১,১২৭ জন প্রার্থীকে দেওয়া হয়েছে। যাঁদের আবেদন ১৮ ডিসেম্বর রেজিস্ট্রেশন প্রক্রিয়া বন্ধ হওয়ার পরেও অসম্পূর্ণ রয়ে গিয়েছিল।

Advertisement

সম্প্রতি সিবিএসই-র তরফে জানানো হয়েছে, গত কয়েক বছরের নিরিখে এই বছর সবচেয়ে বেশি সংখ্যক আবেদন নথিভুক্ত হয়েছে। প্রায় ২৫.৩০ লক্ষ মানুষ জমা দিয়েছেন নথি। যা জুলাইয়ের ২০ লক্ষ এবং ২০২৪-এর ১৬ লক্ষের থেকে অনেকটাই বেশি।

হিসাব বলছে, আবেদন প্রক্রিয়ার শেষ দু’দিনে জমা পড়েছে যথাক্রমে ৩,৫৩,২১৮ এবং ৪,১৪,৯৮১ জনের আবেদন। কিন্তু বোর্ডের কাছে অভিযোগ এসেছে, বহু প্রার্থীই আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারেননি। অসম্পূর্ণ সেই সব আবেদন যাতে ঠিক মতো জমা পড়ে, সে জন্যই ফের পোর্টাল খোলার সিদ্ধান্ত হয়েছে।

Advertisement

উল্লেখ্য, নির্ধারিত সময়সূচি অনুযায়ী সিটেট ২০২৬-র পরীক্ষা হবে ৮ ফেব্রুয়ারি। দু’টি ভাগে দু’টি পত্রের পরীক্ষা হবে। মোট ২ ঘণ্টা ৩০ মিনিট দেওয়া হবে প্রতিটি পরীক্ষার জন্য।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement