Shiromani Akali Dal Leader Harjinder Singh

অমৃতসরে গুলিতে ঝাঁঝরা হয়ে মৃত্যু শিরোমণি অকালি দলের নেতা হরজিন্দরের! বাইকে চড়ে এসেছিলেন তিন আততায়ী

হরজিন্দরের পরিবারের দাবি, আততায়ীরা এর আগেও লাগাতার হুমকি দিচ্ছিলেন হরজিন্দরকে। তাঁর বাসভবনেও গুলি চালানো হয়েছিল। রবিবার অনুষ্ঠান শেষে বেরোতেই বাইকে চড়ে আসা তিন জন মুখোশধারী যুবক হরজিন্দরকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ মে ২০২৫ ২২:২৯
Share:

শিরোমণি অকালি দল (এসএডি)-র নেতা হরজিন্দর সিংহ বাহমান। — ফাইল চিত্র।

আততায়ীদের গুলিতে মৃত্যু হল শিরোমণি অকালি দল (এসএডি)-র নেতা হরজিন্দর সিংহ বাহমানের। রবিবার সকালে পঞ্জাবের অমৃতসরে তিন জন আততায়ীর গুলিতে ঝাঁঝরা হয়ে যান এসএডি-র কাউন্সিলর হরজিন্দর। ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। আততায়ীদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।

Advertisement

সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, রবিবার অমৃতসরের ছেহর্তায় একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন ওই কাউন্সিলর। সে সময় একটি গুরুদ্বারের কাছে ঘটনাটি ঘটে। হরজিন্দরের পরিবারের দাবি, আততায়ীরা এর আগেও লাগাতার হুমকি দিচ্ছিলেন হরজিন্দরকে। তাঁর বাসভবনেও গুলি চালানো হয়েছিল। রবিবার অনুষ্ঠান শেষে বেরোতেই বাইকে চড়ে আসা তিন জন মুখোশধারী যুবক হরজিন্দরকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করেন। পুলিশের অতিরিক্ত ডেপুটি কমিশনার হরপাল সিংহ রন্ধওয়া বলেন, ‘‘হরজিন্দর বেরোতেই একটি বাইকে করে অন্তত তিন জন ব্যক্তি তাঁর দিকে এগিয়ে আসেন। তার পর আচমকা তাঁকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে দেন আততায়ীরা। গুরুতর আহত অবস্থায় হরজিন্দরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে মৃত্যু হয়েছে তাঁর।’’

ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। তিন আততায়ীর খোঁজে তল্লাশি শুরু হয়েছে। হরজিন্দরের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন অকালি দলের নেতারাও। শিরোমণি অকালি দলের সাধারণ সম্পাদক বিক্রম সিংহ মাজিথিয়া দিন কয়েক আগে হরজিন্দরের বাসভবনে হামলার সিসিটিভি ফুটেজ পোস্ট করেছেন। পাশাপাশি, পঞ্জাবের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়েও অভিযোগ করেছেন বিক্রম। তাঁর কথায়, ‘‘কাউন্সিলরকে হুমকি দেওয়ার পরেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। আজ (রবিবার) তাঁকে খুন হতে হল!’’ পঞ্জাবের ভগবন্ত মানের সরকারের কাছে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন বিক্রম।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement