মানবাধিকার কর্মী ইয়াকিন হাম্মাদ। ছবি: সংগৃহীত।
গাজ়ায় ইজ়রায়েলি বিমানহানায় মৃত্যু হল খুদে মানবাধিকার কর্মী ইয়াকিন হাম্মাদের। ১১ বছরের ফুটফুটে এই কিশোরী বাস্তুচ্যুত পরিবারগুলির হাতে ত্রাণ এবং খাবার পৌঁছে দিত। গাজ়ার কনিষ্ঠতম মানবাধিকার এবং সমাজমাধ্যম কর্মী ছিল সে-ই। গাজ়ার দেইর আল-বালাহয় ইজ়রায়েলের সাম্প্রতিক বিমান হামলায় মৃত্যু হয়েছে তার।
বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, সম্প্রতি দেইর আল-বালাহর অন্তর্গত আল-বারাকা এলাকায় ইজ়রায়েলি বিমান হানায় মৃত্যু হয়েছে ইয়াকিনের। সমাজমাধ্যম ইনস্টাগ্রামে বেশ পরিচিত ছিল ইয়াকিন। সেখানে খুদে এই মানবাধিকার কর্মীর প্রায় এক লক্ষের কাছাকাছি অনুরাগীও রয়েছেন। সমাজমাধ্যমের পাতায় নিজের জীবনের নানা মুহূর্তের পাশাপাশি নানা সমাজসেবামূলক কাজের প্রচারও করত ইয়াকিন। কখনও কখনও ১১ বছরের এই কিশোরী ও তার ভাই মহম্মদ হাম্মাদ মিলে খাদ্য এবং ত্রাণ পৌঁছে দিত বাস্তুচ্যুত পরিবারগুলির কাছে। দুই ভাই-বোন গাজ়ায় কর্মরত অলাভজনক মানবাধিকার সংস্থা ‘ওনিয়া কালেক্টিভ’-এর সঙ্গে যুক্ত ছিল।
ইজ়রায়েলের উপর্যুপরি হামলার মুখে গাজ়াবাসীকে এক টুকরো আশা দেখিয়েছিল ইয়াকিনের সমাজমাধ্যমের পাতা। তার সাহসিকতা অনুপ্রাণিত করেছিল বিশ্বের হাজার হাজার মানুষকে। তাই ইয়াকিনের মৃত্যুর পর শোকবার্তায় ভরে গিয়েছে সমাজমাধ্যম। প্রকাশ্যে এসেছে ইয়াকিনের পুরনো বেশ কিছু ভিডিয়োও (সেগুলির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)। সে রকমই একটি ভিডিয়োতে একটি অস্থায়ী উনুন বানিয়ে রান্না করতে দেখা গিয়েছে খুদে ইয়াকিনকে। ইজ়রায়েল রান্নার গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়ার পর রান্নার জন্য এই উনুনটি তৈরি করেছিল ইয়াকিনের পরিবার। ওই ভিডিয়োর নীচে শোকপ্রকাশ করেছেন বহু মানুষ। একজন এক্স ব্যবহারকারী লিখেছেন, ‘‘ইয়াকিন হাম্মাদকে হত্যা করা হয়েছে। ইয়াকিন, তুমি স্বর্গের পাখি হও!’’
২০২৩ সালের ৭ সেপ্টেম্বরের হামলার পর স্বাধীনতাপন্থী প্যালেস্টাইনি সশস্ত্র গোষ্ঠী হামাসের বিরুদ্ধে অভিযান শুরু করেছিল তেল আভিভ। কাতার, আমেরিকা এবং মিশরের উদ্যোগে শেষমেশ চলতি বছরের ১৫ জানুয়ারি সাময়িক যুদ্ধবিরতিতে রাজি হয় দু’পক্ষ। তবে প্রথম দফার ওই যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার পর মার্চের গোড়ায় ফের গাজ়ায় হামলা শুরু করে ইজরায়েলি সেনা। একই সঙ্গে গাজ়া ভূখণ্ডে খাদ্য ও ত্রাণ সরবরাহ বন্ধ করা-সহ নানা নিষেধাজ্ঞা জারি হয়। গাজ়ার স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, ২০২৩ সাল থেকে গাজ়ায় নিহতদের সংখ্যা ৫৩,৬৫৫ জনে পৌঁছেছে, যার মধ্যে ১৬,৫০০ শিশু।