ভয় পেয়ে দূরে থেকো না, এ বার রামের সুমতি

পরিবেশ পরিস্থিতির চাপেই হোক বা বিলম্বে বোধোদয়, এ বার ভ্যালেন্টাইন’স ডে-তে আর লাঠি হাতে নীতি পুলিশের ভূমিকায় দেখা যাবে না শিবসেনা, বজরং দলকে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০১৬ ১৮:১৮
Share:

পরিবেশ পরিস্থিতির চাপেই হোক বা বিলম্বে বোধোদয়, এ বার ভ্যালেন্টাইন’স ডে-তে আর লাঠি হাতে নীতি পুলিশের ভূমিকায় দেখা যাবে না শিবসেনা, বজরং দলকে। দুই সংগঠনের শীর্ষ নেতৃত্বই তাদের নিচু তলায় সার্কুলার জারি করেছে, ওই দিন কোনও প্রেমিক যুগলকে যেন বাধা দেওয়া না হয়।

Advertisement

গত বেশ কয়েক বছর ধরেই মহারাষ্ট্র সহ আরও কিছু রাজ্যে ভ্যালেন্টাইন ডে পালন করা দুর্বিষহ হয়ে উঠেছিল। ঘনিষ্ঠ অবস্থায় কাউকে দেখা গেলেই রে রে করে তেড়ে যেতেন শিবসেনা আর বজরং দল কর্মীরা। এ নিয়ে অনেক প্রতিবাদ, অনেক বিতর্ক হয়েছে। কিন্তু কিছুতেই দমানো যায়নি এই দুই সংগনকে।

এ বার ‘নীতি’ বদলেছে। নীতিগত ভাবে ভ্যালেন্টাইন’স ডে-র মতো পশ্চিমি সংস্কৃতি নিয়ে বিরোধিতা থাকলেও, এ নিয়ে বলপ্রয়োগের রাস্তায় যাবে না এই দুই সংগঠন।

Advertisement

আরও পড়ুন-তোলপাড় জেএনইউ, দেশদ্রোহিতার অভিযোগে গ্রেফতার ছাত্র নেতা

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement