রামমন্দির: সঙ্ঘকে খোঁচা শিবসেনার

অযোধ্যায় রামমন্দির তৈরির দাবিতে ‘হুঙ্কার সভা’ নিয়ে আরএসএসকে কটাক্ষ করল শিবসেনা। দলীয় মুখপত্র ‘সামনা’-য় তাদের প্রশ্ন, এমন সভা করেই যদি রামমন্দির তৈরি নিশ্চিত করা যায় তবে করসেবকেরা প্রাণ দিয়েছিলেন কেন?

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৩ নভেম্বর ২০১৮ ০৪:৫৯
Share:

অযোধ্যায় রামমন্দির তৈরির দাবিতে ‘হুঙ্কার সভা’ নিয়ে আরএসএসকে কটাক্ষ করল শিবসেনা। দলীয় মুখপত্র ‘সামনা’-য় তাদের প্রশ্ন, এমন সভা করেই যদি রামমন্দির তৈরি নিশ্চিত করা যায় তবে করসেবকেরা প্রাণ দিয়েছিলেন কেন?

Advertisement

রামমন্দির নিয়ে ক্রমশ চাপ বাড়াচ্ছে সঙ্ঘ পরিবার। ২৫ নভেম্বর অযোধ্যায় ‘হুঙ্কার সভা’-র আয়োজন করেছে তারা। আজ দলীয় মুখপত্রে শিবসেনা নেতৃত্ব প্রশ্ন তুলেছেন, ‘‘আরএসএস এখন মন্দিরের দাবিতে সভা করছে। তাহলে ২৫ বছর আগে করসেবকেরা প্রাণ দিয়েছিলেন কেন?’’ তাদের দাবি, ২৫ নভেম্বর শিবসৈনিকেরা অযোধ্যা যাওয়ার কথা ঘোষণা করার পরেই আরএসএসের টনক নড়েছে। ‘সামনা’-র ওই সম্পাদকীয়তে আক্রমণ করা হয়েছে প্রধানমন্ত্রীকেও। শিবসেনার বক্তব্য, ‘‘ক্ষমতায় আসার প্রথম ছ’মাসের মধ্যে মোদী উদ্যোগী হলে এত দিনে অযোধ্যায় মন্দির তৈরি হয়ে যেত।’’ তাদের আরও দাবি, অযোধ্যায় আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদের মতো সংগঠন আলাদা আলাদা বিক্ষোভের ডাক দেওয়ায় বোঝা যাচ্ছে হিন্দু সংগঠনগুলি ঐক্যবদ্ধ নয়। শিবসেনার বক্তব্য, ‘‘শিবসৈনিকেরা ২৫ নভেম্বর অযোধ্যা যাওয়ার সিদ্ধান্ত নিতেই অন্য সংগঠনগুলিও আন্দোলন শুরুর কথা ঘোষণা করেছে। অযোধ্যায় সভা-বিক্ষোভের জন্য ২৫ নভেম্বরকেই বেছে নিয়েছে তারা। এটা শিবসেনার পক্ষে বড় জয়।’’ রামমন্দির নিয়ে কিছু দিন ধরেই কটাক্ষ করছে শিবসেনা। প্রশ্ন তোলা হয়, ক্ষমতায় আসার পরে মোদী অযোধ্যায় যাননি কেন? দেওয়ালিতে কেদারনাথে পুজো দেন মোদী। তার পরেই শিবসেনা দাবি করে, এ বার মোদীকে অযোধ্যায় যেতেই হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement