Panipuri Seller

তিন লক্ষ টাকায় ফুটপাথ ‘বিক্রি’! মুম্বইয়ে ফুচকা বিক্রেতাকে প্রতারণার অভিযোগ উঠল শিবসেনা নেতার বিরুদ্ধে

ফুচকা বিক্রেতার অভিযোগ, দু’বছর হয়ে গেলোও ফুটপাথের ‘বিক্রি’ করা জায়গা হাতে পাননি তিনি। শুধু তা-ই নয়, শিবসেনা নেতাকে যে তিন লক্ষ টাকা দিয়েছিলেন, সেই টাকাও ফেরত পাননি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ নভেম্বর ২০২৫ ১৮:০৮
Share:

প্রতিনিধিত্বমূলক ছবি।

এক ফুচকা বিক্রেতাকে প্রতারণা অভিযোগ উঠল মুম্বইয়ের মুলুন্দে। একনাথ শিন্দেগোষ্ঠী শিবসেনা নেতা অবিনাশ বাগুলের বিরুদ্ধে এই অভিযোগ তুলেছেন ফুচকা বিক্রেতা সন্তোষ বাচ্চুলাল গুপ্ত।

Advertisement

ফুচকা বিক্রেতার দাবি, শিবসেনা নেতা অবিনাশ তাঁর কাছ থেকে তিন লক্ষ টাকা নিয়েছিলেন ফুটপাথে একটি জায়গা করে দেওয়ার নামে। ২০২৩ সালে ফুটপাথের একটি অংশ ‘বিক্রি’ করেছিলেন শিবসেনা নেতা। প্রথমে ৫০ হাজার টাকা নগদ দেন। তার পর বাকি আড়াই লক্ষ টাকা আরটিজিএস-এর মাধ্যমে দেন।

ফুচকা বিক্রেতার অভিযোগ, দু’বছর হয়ে গেলোও ফুটপাথের ‘বিক্রি’ করা জায়গা হাতে পাননি তিনি। শুধু তা-ই নয়, শিবসেনা নেতাকে যে তিন লক্ষ টাকা দিয়েছিলেন, সেই টাকাও ফেরত পাননি। ফুচকা বিক্রেতার দাবি, পরে তিনি খোঁজখবর নিয়ে জানতে পারেন যে, তাঁর আগে একই রকম ভাবে এক দোসা বিক্রেতাকে ফুটপাথের ওই জায়গা ‘ভাড়া’ দিয়েছিলেন শিবসেনা নেতা অবিনাশ। তার জন্য ওই দোসা বিক্রেতার কাছ থেকে মাসে ১৭ হাজার টাকা নিতেন। ফুচকা বিক্রেতার অভিযোগ, ফুটপাথের যে জায়গা তাঁর কাছে ‘বিক্রি’ করা হয়েছিল, পরে জানতে পারেনি সেটি বৃহন্মুম্বই পুরনিগমের।

Advertisement

ইন্ডিয়া টুডে-কে ফুচকা বিক্রেতা বলেন, ‘‘বার বার টাকা চেয়েও ফেরত পাইনি। তার পর পুলিশের দ্বারস্থ হই। আমাকে একটি চেক দিয়েছিল শিবসেনা নেতা। কিন্তু সেটি বাউন্স করে। তার পর থেকে কোনও পাত্তা নেই ওই নেতার।’’ ফুচকা বিক্রেতা জানিয়েছেন, মায়ের গয়না বন্ধক রেখে ব্যাঙ্ক থেকে তিন লক্ষ টাকা ঋণ নিয়েছিলেন ওই জায়গা কেনার জন্য। যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন শিবসেনা নেতা। পাল্টা তাঁর দাবি, ফুচকা বিক্রেতার সঙ্গে কোনও চুক্তিই হয়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement