পদ্ম মালা সেনা-মেয়রকে

ভোটকে ঘিরে লড়াই যতই থাক, বিজেপির সমর্থনেই বৃহন্মুম্বই পুরসভায় শিবসেনার মেয়র হলেন বিশ্বনাথ মহাদেশ্বর।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৯ মার্চ ২০১৭ ০৪:৩০
Share:

ভোটকে ঘিরে লড়াই যতই থাক, বিজেপির সমর্থনেই বৃহন্মুম্বই পুরসভায় শিবসেনার মেয়র হলেন বিশ্বনাথ মহাদেশ্বর। তবে বুধবার সেই উপলক্ষে নিজেদের শক্তির কথাও শিবসেনাকে বুঝিয়ে দিল বিজেপি।

Advertisement

পুরসভার হলে সপরিবার উপস্থিত হয়েছিলেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে। তাঁকে দেখেই বিজেপির কাউন্সিলাররা মোদী-মোদী শ্লোগান দিয়ে ওঠেন। নতুন মেয়রকে পদ্মফুলের মালাও পরিয়ে দেন তাঁরা। দেশের সবথেকে ধনী পুরসভায় ক্ষমতায় এলেও শিবসেনা একক ভাবে সংখ্যা গরিষ্ঠতা পায়নি। কয়েকটি আসন কম পেয়ে তাদের ঘাড়ের কাছেই নিঃশ্বাস ফেলছে বিজেপি।

শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে হুমকি দিয়েছিলেন, মহারাষ্ট্রে পুরভোট মিটে গেলেই নরেন্দ্র মোদী ও দেবেন্দ্র ফডণবীস সরকারের থেকে সমর্থন তুলে নেওয়ার কথা ভাববেন তিনি। তবে এখন আর সে কথা তুলছেন না তিনি। মহারাষ্ট্রে পুরভোটে ভাল ফল করলেও সংঘাতের পথে গিয়ে এখনই ভোট চাইছে না বিজেপিও। তবে স্থিতাবস্থা বজায় রেখেও কে দাদা— সেই প্রতিযোগিতা শিবসেনা এবং বিজেপির মধ্যে রয়েই গিয়েছে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন