পুণে-কাণ্ডে কটাক্ষ শিবসেনার

আজ দলের মুখপত্র সামনায় শিবসেনা বলেছে, ‘‘এ সব হাস্যকর। প্রধানমন্ত্রী মনমোহন সিংহের সরকারকে কিন্তু মাওবাদীরা নয়, মানুষই ভোট দিয়ে সরিয়েছেন।’’ শিবসেনার দাবি, এখনও যা পরিস্থিতি, তাতে গণতান্ত্রিক উপায়েই এই সরকারকে সরানো সম্ভব।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০১৮ ০৪:৪১
Share:

পুলিশের দাবি, রাজীব গাঁধীর কায়দায় নরেন্দ্র মোদীকে খুন করে সরকার ফেলে দেওয়ার ছক কষছিলেন ভারাভারা রাও, সুধা ভরদ্বাজেরা। যা উড়িয়ে দিয়ে আজ দলের মুখপত্র সামনায় শিবসেনা বলেছে, ‘‘এ সব হাস্যকর। প্রধানমন্ত্রী মনমোহন সিংহের সরকারকে কিন্তু মাওবাদীরা নয়, মানুষই ভোট দিয়ে সরিয়েছেন।’’ শিবসেনার দাবি, এখনও যা পরিস্থিতি, তাতে গণতান্ত্রিক উপায়েই এই সরকারকে সরানো সম্ভব।

Advertisement

এ দিন নরেন্দ্র মোদীকেও কটাক্ষ করতে ছাড়েনি শিবসেনা। তাদের দাবি, ‘‘মোদী এখন বিশ্বের সেরা নিরাপত্তা বলয়ের মধ্যে রয়েছেন। একটা পাখিও তাঁর কাছে উড়ে আসতে পারবে না। বীরত্ব আর সাহসিকতার খেসারত দিতে হয়েছিল ইন্দিরা ও রাজীব গাঁধীকে। মোদী কখনওই কোনও অ্যাডভেঞ্চারে জড়াবেন না। তাই এমন আশঙ্কা অমূলক।’’

নির্বাচনী গণতন্ত্রে থাকা কমিউনিস্ট দলগুলি ও মাওবাদীদের এক সারিতে ফেলে পত্রিকাটিতে লেখা হয়েছে, ‘‘এই গুটিকয়েক মাওবাদীর যদি সত্যিই সরকার ফেলে দেওয়ার মতো রাজনৈতিক ক্ষমতা থাকত, তা হলে পশ্চিমবঙ্গ বা ত্রিপুরায় তাদের সরকারকে ক্ষমতা হারাতে হত না।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন