মানুষের জয় হয়েছে বিহারে, বিজেপি’র মুখ পুড়িয়ে মন্তব্য শিবসেনার

মহাজোটের ধাক্কায় ধরাশায়ী হয়ে এমনিই মুখ পুড়েছে মোদী-শাহ জুটির। গোদের উপর বিষফোঁড়ার ভূমিকায় এ বার শিবসেনা। বিজেপি’র সবচেয়ে পুরনো শরিক দল বলল, বিহারে মানুষের জয় হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০১৫ ১৫:৪৩
Share:

মহাজোটের ধাক্কায় ধরাশায়ী হয়ে এমনিই মুখ পুড়েছে মোদী-শাহ জুটির। গোদের উপর বিষফোঁড়ার ভূমিকায় এ বার শিবসেনা। বিজেপি’র সবচেয়ে পুরনো শরিক দল বলল, বিহারে মানুষের জয় হয়েছে।

Advertisement

শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত রবিবার দলের হয়ে প্রতিক্রিয়া দেন। তাঁর কথায়, বিহারের মানুষ নীতীশ কুমারকেই চাইছিলেন। এই ফলাফলে তাঁদেরই জয় হয়েছে। সঞ্জয় রাউতের এই মন্তব্য নিঃসন্দেহে বাড়িয়েছে বিজেপি’র অস্বস্তি। যে দলের সঙ্গে জোট বেঁধে কেন্দ্রে ও মহারাষ্ট্রে সরকার চালাচ্ছে মোদী-শাহ জুটি, সেই শিবসেনাই ঘুরিয়ে বলছে মানুষ বিজেপিকে চাইছে না। হারের ধাক্কায় মুহ্যমান বিজেপি শিবসেনার ধাক্কায় আরও বেসামাল, বলছেন বিরোধীরা।

বিহারে এই নির্বাচনে বিজেপি’র সঙ্গে জোট বেঁধে লড়েনি শিবসেনা। আলাদা প্রার্থী দিয়েছিল বেশ কিছু আসনে।

Advertisement

পড়ুন: বিহার ভোটের ফলাফল

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement