National News

প্রথমে গুলি, তার পর কোপ: কংগ্রেস নেতার বীভৎস খুন সিসিটিভিতে

কংগ্রেস নেতার খুন হওয়ার ভয়ঙ্কর এক ভিডিও চাঞ্চল্য ছড়িয়েছে গোটা দেশে। মুম্বই থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে ভিওয়ান্ডিতে মনোজ মাত্রে নামে ওই কংগ্রেস নেতা মঙ্গলবার রাতে খুন হয়েছেন। তাঁর বাড়ির ড্রাইভওয়ের সামনে লাগানো সিসিটিভি ক্যামেরায় সেই খুনের দৃশ্য ধরা পড়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০১৭ ২২:০৫
Share:

কংগ্রেস নেতার ভয়ঙ্কর খুনের দৃশ্য কয়েদ সিসিটিভিতে। ছবি: সংগৃহীত।

কংগ্রেস নেতার খুন হওয়ার ভয়ঙ্কর এক ভিডিও চাঞ্চল্য ছড়িয়েছে গোটা দেশে। মুম্বই থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে ভিওয়ান্ডিতে মনোজ মাত্রে নামে ওই কংগ্রেস নেতা মঙ্গলবার রাতে খুন হয়েছেন। তাঁর বাড়ির ড্রাইভওয়ের সামনে লাগানো সিসিটিভি ক্যামেরায় সেই খুনের দৃশ্য ধরা পড়েছে।

Advertisement

যিনি খুন হয়েছেন, সেই মনোজ মাত্রে স্থানীয় পৌরসংস্থার নির্বাচিত সদস্য। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, মনোজ মাত্রে রাত সাড়ে ন’টা নাগাদ বাড়ির সামনে পৌঁছেছিলেন। ভিতরে ঢোকার মুখে আচমকা পিছন থেকে তাঁকে গুলি করে দুই মুখ ঢাকা দুষ্কৃতী। তিনি পড়ে যান। এর পর ছুটে এসে ধারালো অস্ত্র দিয়ে মনোজ মাত্রেকে কোপাতে থাকে আততায়ীরা। দেহ ক্রমে নিস্তেজ হয়ে আসতেই দুই দুষ্কৃতী চম্পট দেয়। চোখের সামনে মনোজ মাত্রেকে আক্রান্ত হতে দেখে কয়েক জন আতঙ্কে দিশাহারা হয়ে ছোটাছুটি করছেন, এমন দৃশ্যও ক্যামেরায় ধরা পড়েছে।

দেখুন ভিডিও:

Advertisement

মনোজ মাত্রেকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু বাঁচানো যায়নি। পুলিশ এই খুনের ঘটনায় তিন জনকে আটক করেছে। কিন্তু তারা কারা, তাদের থেকে কী জানা গিয়েছে, সে সব এখনও পুলিশ জানায়নি।

আরও পড়ুন: পরকীয়ার সন্দেহ, প্রথম স্ত্রীকে মেরে মাথা কেটে খাটের তলায় রাখল স্বামী

আগামী মে মাসেই ভিওয়ান্ডিতে পৌর নির্বাচন হবে। তার আগে কংগ্রেস পুরপিতার এমন বীভৎস খুনের ঘটনায় এলাকা থমথমে।

ভিডিও সৌজন্য: ইউটিউব

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement