BJP

বিজেপির অনুষ্ঠানে নাগাড়ে গুলি, দু’পক্ষের লড়াইয়ে আহত পার্টি কর্মী, গ্রেফতার বন্দুকবাজও

রবিবার, ছুটির দিন পার্টিকর্মীদের নিয়ে একটি রাজনৈতিক সভার আয়োজন করেছিল বিজেপি। প্যান্ডেল বেঁধে, ফুল দিয়ে সাজানো হয়েছিল সভা চত্বর। ভিড় করেছিলেন পার্টি কর্মীরাও। 

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৫ জুন ২০২৩ ১৫:৪৮
Share:

প্রতীকী ছবি।

বিজেপির দলীয় অনুষ্ঠানে আচমকাই গুলি চালালেন এক স্থানীয় নেতা।

Advertisement

রবিবার, ছুটির দিন পার্টিকর্মীদের নিয়ে একটি রাজনৈতিক সভার আয়োজন করেছিল বিজেপি। প্যান্ডেল বেঁধে, ফুল দিয়ে সাজানো হয়েছিল সভা চত্বর। ভিড় করেছিলেন পার্টি কর্মীরাও। হঠাৎ দুই স্থানীয় নেতার মধ্যে অশান্তি ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে পরিবেশ। প্রথমে দুই স্থানীয় নেতা পরে তাঁদের সমর্থকেরাও এসে যোগ দেন অনুষ্ঠানে। এর পরেই আচমকা শোনা যায় গুলির শব্দ।

রবিবার ঘটনাটি ঘটেছে বিহারের মাধেপুরার মুরলীগঞ্জে। গুলির আঘাতে গুরুতর জখম হন স্থানীয় নেতা তথা বিজেপির পার্টি কর্মী সঞ্জয় ভগত। তাঁর পায়ে গুলি লাগে। যিনি গুলি চালিয়েছিলেন, তাঁকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তির নাম পঙ্কজ পটেল। পুলিশ সূত্রে খবর, পঙ্কজের দলের সঙ্গে প্রথমে কথা কাটাকাটি চলছিল সঞ্জয়ের। পরে সঞ্জয়ের সমর্থক এবং পঙ্কজের দলের মধ্যে হাতাহাতি শুরু হয়। সভার মধ্যেই পরস্পরের দিকে চেয়ার ছুড়তে শুরু করেন তাঁরা। এই পরিস্থিতিতে হঠাৎ নিজের পিস্তল থেকে গুলি চালাতে শুরু করেন পঙ্কজ।

Advertisement

পুলিশ জানিয়েছে, পঙ্কজ তাঁর সরকার অনুমোদিত পিস্তল থেকে নাগাড়ে বেশ কয়েক রাউন্ড গুলি চালান। পঙ্কজের চালানো গুলিতেই ঘটনাস্থলে জখম হন সঞ্জয়। তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পরে গ্রেফতার করা হয় পঙ্কজকেও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement