রাফাল আর্জির শুনানি খোলা কোর্টে

এ বার খোলা আদালতেই রাফাল রায় নিয়ে পুনর্বিবেচনার আর্জি শুনবে সুপ্রিম কোর্ট। মঙ্গলবার এতে সম্মতি দিয়ে শীর্ষ আদালত জানিয়েছে, এখানে শুনানি হবে কেন্দ্রের তরফে দায়ের করা পাল্টা আর্জিরও। 

Advertisement

সংবাদ সংস্থা 

নয়াদিল্লি শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০১৯ ০৩:৫৮
Share:

প্রতীকী ছবি।

এ বার খোলা আদালতেই রাফাল রায় নিয়ে পুনর্বিবেচনার আর্জি শুনবে সুপ্রিম কোর্ট। মঙ্গলবার এতে সম্মতি দিয়ে শীর্ষ আদালত জানিয়েছে, এখানে শুনানি হবে কেন্দ্রের তরফে দায়ের করা পাল্টা আর্জিরও।

Advertisement

রাফাল ‘দুর্নীতি’ নিয়ে বিরোধীদের লাগাতার অভিযোগের মধ্যেই গত ডিসেম্বরে প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের বেঞ্চ রায় দিয়েছিল, ফরাসি সংস্থা দাসো এভিয়েশনের কাছ থেকে যে ৩৬টি রাফাল কেনার চুক্তি করেছিল কেন্দ্র, তার সিদ্ধান্তগ্রহণ প্রক্রিয়ায় কোনও ভুল ছিল না। প্রায় ৫৮ হাজার কোটি টাকার এই চুক্তিতে কোনও ব্যক্তি বা সংস্থাকে বিশেষ সুবিধে পাইয়ে দেওয়া হয়েছিল, এমন তথ্যপ্রমাণ মেলেনি বলেও কেন্দ্রকে ক্লিনচিট দিয়েছিল শীর্ষ আদালত। কোর্টে খারিজ হয়ে গিয়েছিল বিরোধীদের তদন্ত-আর্জিও। এর পরেও বিরোধীরা রাফালের দাম নিয়ে প্রশ্ন তোলে। সেই সংক্রান্ত ভুল তথ্য দিয়ে আদালতকে বিভ্রান্ত করার অভিযোগ ওঠে নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে। রায় পুনর্বিবেচনার আর্জি নিয়ে আদালতের বৃহত্তর বেঞ্চে যায় বিরোধীরা। পাল্টা আসরে নামে কেন্দ্র। সব মিলিয়ে মোট চারটি আর্জি জমা পড়ে শীর্ষ আদালতের কাছে।

রাফাল রায় পুনর্বিবেচনার জন্য একটি আর্জি পেশ করেছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিনহা ও অরুণ শৌরি। আদালতকে ভুল পথে চালিত করা এবং দোষী আধিকারিকদের শাস্তির দাবিতে দ্বিতীয় মামলাটি করেছিলেন আইনজীবী প্রশান্ত ভূষণ। তাঁদের দাবি, ডিসেম্বরের ওই রায় ছিল ভুলে-ভরা তথ্যের উপর ভিত্তি করে। খোলা আদালতে শুনানিও চেয়েছিলেন তাঁরাই। বিরোধীদের তরফে তৃতীয় আর্জিটি দাখিল করেছিলেন আপের রাজ্যসভা সাংসদ সঞ্জয় সিংহ।

Advertisement

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন