Shubhanshu Shukla

দেশে ফিরলেন মহাকাশ স্টেশন ফেরত শুভাংশু, সোমবারই সাক্ষাৎ হতে পারে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে

দেশে ফেরার পরে সোমবার মোদীর সঙ্গে দেখা করার কথা শুভাংশুর। ২২-২৩ অগস্ট রাজধানীতে ‘ন্যাশনাল স্পেস ডে’-র অনুষ্ঠানে শুভাংশু হাজির থাকতে পারেন, খবর সূত্রের।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৭ অগস্ট ২০২৫ ০৬:৩৪
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

স্বাধীনতা দিবসের বক্তৃতা দেওয়ার সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, খুব শীঘ্রই দেশে ফিরতে চলেছেন মহাকাশচারী শুভাংশু শুক্ল। সেই মতো রবিবার ভোরে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে নামলেন ভারতীয় নভশ্চর। সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার কথা রয়েছে তাঁর। ২২-২৩ অগস্ট দিল্লিতে আয়োজিত ‘ন্যাশনাল স্পেস ডে’-র অনুষ্ঠানেও উপস্থিত থাকতে পারেন তিনি।

শনিবারই ইনস্টাগ্রামে একটি বার্তা মারফত দেশে ফেরার কথা নিশ্চিত করেছিলেন শুভাংশু। নিজের ছবি পোস্ট করে ওই নভশ্চর লেখেন, ‘ভারতে ফেরার বিমানে যখন বসে রয়েছি, তখন আমার নানা ধরনের অনুভূতি হচ্ছে। গত এক বছর ধরে কর্মসূত্রে যাঁদের সঙ্গে বন্ধু, পরিবারের মতো সম্পর্ক গড়ে উঠেছিল, তাঁদের এখন ছেড়ে আসতে খারাপ লাগছে। তবে, দেশে ফিরে যে পরিবার, বন্ধুদের সঙ্গে আবারও দেখা করতে পারব, এটা ভেবেই ভীষণ আনন্দ হচ্ছে। মনে হয় জীবন এমনই— একসঙ্গে, এক বারে সব কিছু।’

মহাকাশ অভিযানের অভিজ্ঞতা নিয়েও নানা কথা লিখেছেন শুভাংশু। অ্যাক্সিয়ম-৪-এর কমান্ডার পেগি হুইটসনের কথা উল্লেখ করে তিনি লিখেছেন, তাঁর থেকে নানা সময়ে অনুপ্রেরণা পেয়েছেন তিনি। শুভাংশুর কথায়, “বিদায় জানানো কঠিন, কিন্তু জীবনে এগিয়ে চলতেই হবে। আমার কমান্ডার পেগি হুইটসন গর্বের সঙ্গে বলেন, মহাকাশ যাত্রায় একটা বিষয়ই স্থির, তা হল পরিবর্তন। আমি মনে করি, জীবনের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য।” যে ভাবে সকলের ভালবাসা, সমর্থন পেয়েছেন তিনি, সে জন্যও সকলকে ধন্যবাদ জানিয়েছেন শুভাংশু। তিনি লিখেছেন, “ভারতে ফিরে আপনাদের সকলের সঙ্গে আমার অভিজ্ঞতার কথা ভাগ করে নেওয়ার অপেক্ষায় রয়েছি।’’

পোস্ট শেষে রয়েছে শাহরুখ খানের ছবি, ‘স্বদেশ’-এর একটি গানের লাইনের উল্লেখও। শুভাংশু লিখেছেন, ‘দিনের শেষে এটাই প্রযোজ্য- ইউ হি চলা চল রাহি, জীবন গাড়ি হ্যায় সময় পহিয়া।’

বস্তুত, দেশে ফেরার পর সোমবার মোদীর সঙ্গে দেখা করার কথা শুভাংশুর। ২২-২৩ অগস্ট রাজধানীতে ‘ন্যাশনাল স্পেস ডে’-র অনুষ্ঠানে শুভাংশু হাজির থাকতে পারেন, খবর সূত্রের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন