আজমলের সমালোচনা সিদ্দেকের

সিদ্দেক আহমেদের স্ত্রীকে বিধানসভা ভোটে এআইইউডিএফ প্রার্থী করতে চেয়েছিলেন বদরুদ্দিন আজমল— এমন দাবি করলেন সিদ্দেকই। পাশাপাশি এআইইউডিফের পরিবারতন্ত্রের বিরুদ্ধে সরব হলেন কংগ্রেসের ওই মন্ত্রী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

করিমগঞ্জ শেষ আপডেট: ০৩ মার্চ ২০১৬ ০৩:০০
Share:

সিদ্দেক আহমেদের স্ত্রীকে বিধানসভা ভোটে এআইইউডিএফ প্রার্থী করতে চেয়েছিলেন বদরুদ্দিন আজমল— এমন দাবি করলেন সিদ্দেকই। পাশাপাশি এআইইউডিফের পরিবারতন্ত্রের বিরুদ্ধে সরব হলেন কংগ্রেসের ওই মন্ত্রী। এ দিন করিমগঞ্জে নতুন ব্লক উন্নয়ন আধিকারিকের কার্যালয়ের শিলান্যাসে হাজির ছিলেন অসমের শিল্প ও বাণিজ্য মন্ত্রী সিদ্দেক আহমদ। তিনি বলেন, ‘‘বদরুদ্দিন আজমল আমার স্ত্রীকে হাইলাকান্দিতে প্রার্থী করাতে চেয়েছিলেন। কিন্তু পরিবারতন্ত্রে সমর্থন না করায় আমি সেই প্রস্তাবে রাজি হইনি।’’ মন্ত্রীর কথা শুনে অনেকেই অবার হন। কংগ্রেস সরকারের মন্ত্রীর স্ত্রীকে বিরোধী রাজনৈতিক দল প্রার্থী করতে চাইছে কেন, তা নিয়ে জল্পনা ছড়ায়।

Advertisement

সিদ্দেকের স্ত্রীকে এআইইউডিএফ প্রার্থী করার প্রস্তাবের কথা অবশ্য অস্বীকার করেছেন জেলা এআইইউডিএফ সভাপতি আব্দুল মালিক চৌধুরী। তিনি বলেন, ‘‘সংখ্যালঘুদের নেতা সাজতে কংগ্রেসের মন্ত্রী এই পথে এগিয়েছেন। এ রকম মন্তব্য করে উনি নিজেকে সর্বদলীয় নেতা হিসেবে প্রণাম করতে চাইছেন।’’

এআইইউডিএফে ক্ষোভের আগুন ছড়িয়েছে বদরপুরেও। করিমগঞ্জের ব্যবসায়ী আব্দুল আজিজকে বদরপুর বিধানসভা কেন্দ্রে দলের টিকিট দেওয়ার প্রাথমিক সিদ্ধান্তের প্রতিবাদে সরব হয়েছেন সেখানকার দলীয় নেতা-কর্মীরা। তাঁদের অভিযোগ, বদরপুরে যাঁকে প্রার্থী করার কথা ভাবা হচ্ছে, তিনি স্থানীয় বাসিন্দা নন। সম্প্রতি কংগ্রেস থেকে এআইইউডিএফে যোগ দিয়েছেন। এ রকম ব্যক্তিকে প্রার্থী করা হলে নির্বাচনে ওই কেন্দ্রের ভরাডুবি নিশ্চিত। দলীয় সূত্রে খবর, আব্দুল আজিজের বাড়ি করিমগঞ্জের কানিশাইলে হলেও তিনি বদরপুরের মকইভাঙ্গায় বাড়ি তৈরি করছেন।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন