Imran Khan

ইমরানের শপথে সিধু,পাক অধিকৃত কাশ্মীরের প্রেসিডেন্টের পাশে বসায় বিতর্ক

দেখা যায়, পাক অধিকৃত কাশ্মীরের প্রেসিডেন্ট মাসুদ খানেরঠিক পাশেই বসে আছেন নভজ্যোৎ সিংহ সিধু। পাক অধিকৃত কাশ্মীর নিয়ে বরাবরই সংবেদনশীল ভারত। তাই তাঁর পাশে সিধু বসে থাকায় অনেকেই আশ্চর্য হয়েছেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৮ অগস্ট ২০১৮ ১৭:০৩
Share:

শপথগ্রহণ অনুষ্ঠানে পাক অধিকৃত কাশ্মীরের পাশে নভজ্যোৎ সিংহ সিধু। ছবি: এএনআই

বন্ধু ইমরান শপথ নিচ্ছেন প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রী হিসেবে। সেই অনুষ্ঠানে উপস্থিত থাকতে ওয়াঘা সীমান্ত পেরিয়ে লাহৌর পৌঁছে গিয়েছিলেন শুক্রবারই।

Advertisement

আর শনিবার সকালেই নীল স্যুট আর গোলাপি পাগড়ি পরে পাক প্রেসিডেন্টের বাসভবন ‘আওয়ান-ই-সদর’-এ হাজির হয়ে যানবিশেষ অতিথি নভজ্যোৎ সিংহ সিধু। সকাল সাড়ে ন’টায় শপথ গ্রহণ অনুষ্ঠান শুরুর কথা থাকলেও তা দেরি হয় প্রায় ৪০ মিনিট।

লাইভে দেখানো হচ্ছিল ইমরানের শপথগ্রহণ অনুষ্ঠান। বিতর্ক বাধে তখনই। দেখা যায়, পাক অধিকৃত কাশ্মীরের প্রেসিডেন্ট মাসুদ খানেরঠিক পাশেই বসে আছেন নভজ্যোৎ সিংহ সিধু। পাক অধিকৃত কাশ্মীর নিয়ে বরাবরই সংবেদনশীল ভারত। তাই তাঁর পাশে সিধু বসে থাকায় অনেকেই আশ্চর্য হয়েছেন।

Advertisement

কোন আসনে কে বসবেন, তা আগে থেকেই ঠিক করা ছিল। তাইবিষয়টি কাকতালীয় নাকি পাকিস্তান সুপরিকল্পিত ভাবেই এই ভাবে আসন সাজিয়েছে, ধন্দ তা নিয়েই।

আরও পড়ুন: ইমরানের শপথ, ২২ গজের ক্যাপ্টেন এখন পাকিস্তানের ২২তম প্রধানমন্ত্রী

শপথ গ্রহণ অনুষ্ঠানে একদম সামনের সারিতেই বসেছিলেন সিধু। তাঁকে দেখতে পেয়ে এগিয়ে আসেনপাক সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়া। তাঁদেরকে আলিঙ্গন করতেও দেখা যায়। এনিয়েই দেশে ফিরে প্রশ্নের মুখোমুখি হতে পারেন সিধু।

আরও পড়ুন: সাংবাদিকরা দেশের শত্রু নন, একযোগে ট্রাম্পকে তোপ তিনশো মার্কিন সংবাদপত্রের

পাকিস্তানের পি টিভিকে দেওয়া সাক্ষাৎকারে সিধু শুভেচ্ছা জানিছেন নতুন পাক প্রধানমন্ত্রীকে। ইমরান প্রধানমন্ত্রী হওয়ায় ভারত-পাক সম্পর্কের উন্নতি হবে, এমনটাই আশা সিধুর।

দেশজোড়া ঘটনার বাছাই করা সেরা বাংলা খবর পেতে পড়ুন আমাদের দেশ বিভাগ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement