শহরবাসীর পাশে থাকতে উদ্যোগ কংগ্রেসের

পুরনির্বাচনে পরাজিত হলেও সারা বছর শহরবাসীর পাশে থাকার উদ্যোগ নিল শিলচর জেলা কংগ্রেস। আজ দলের জয়ী ও পরাজিত প্রার্থীদের একটি সভায় ডাকা হয়। সেখানেই গঠিত হয় কংগ্রেস পুর পরিষদীয় দল। তার সভাপতি হয়েছেন প্রাক্তন পুরপ্রধান তমালকান্তি বণিক। উপ-সভাপতি জয়তী ভট্টাচার্য। বিজয়ীদের সঙ্গে পরাজিত প্রার্থীদেরও সহযোগী সদস্য হিসেবে রাখা হয়েছে। প্রচারের দায়িত্ব পেয়েছেন রাজেশ সিংহ ও শৈবাল দত্ত।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শিলচর শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০১৫ ০৩:১২
Share:

পুরনির্বাচনে পরাজিত হলেও সারা বছর শহরবাসীর পাশে থাকার উদ্যোগ নিল শিলচর জেলা কংগ্রেস। আজ দলের জয়ী ও পরাজিত প্রার্থীদের একটি সভায় ডাকা হয়। সেখানেই গঠিত হয় কংগ্রেস পুর পরিষদীয় দল। তার সভাপতি হয়েছেন প্রাক্তন পুরপ্রধান তমালকান্তি বণিক। উপ-সভাপতি জয়তী ভট্টাচার্য। বিজয়ীদের সঙ্গে পরাজিত প্রার্থীদেরও সহযোগী সদস্য হিসেবে রাখা হয়েছে। প্রচারের দায়িত্ব পেয়েছেন রাজেশ সিংহ ও শৈবাল দত্ত। পুরসভার ভিতরের দায়িত্ব সামলানোর জন্য বিরোধী দলনেতা ও উপনেতা হিসেবে মনোনীত করা হয়েছে যথাক্রমে অলক কর ও সজল বণিককে।

Advertisement

এ নিয়ে শিলচরের সাংসদ সুস্মিতা দেব বলেন, ‘‘পঞ্চায়েত ও পুরনির্বাচনে যাঁরা পরাজিত হন, কয়েক দিনেই তাঁরা হারিয়ে যান। বেশিরভাগই এলাকার খবর রাখেন না। কারও কারও সংগঠনের সঙ্গে সম্পর্ক থাকে না। কিন্তু এ বার থেকে এমন হবে না।’’

জেলা কংগ্রেস সভাপতি অরুণ দত্ত মজুমদারের কথায়, ‘‘দলের জয়ী-পরাজিত প্রার্থীরা নিয়মিত বৈঠকে বসবেন। নির্বাচিত সদস্যরা সব ওয়ার্ডের সমস্যা নিয়ে পুরসভায় এক জোট হয়ে কথা বলবেন।’’

Advertisement

২৮ সদস্যের পুরসভায় বিজেপি ১৭টি আসন জিতেছে। কংগ্রেস পেয়েছে ৮টি আসন। তিনটিতে রয়েছেন নির্দলরা। শিলচরের সাংসদ সুস্মিতাদেবীর বক্তব্য, ‘‘পুরসভা রাজনীতির জায়গা নয়। সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার জায়গা। কংগ্রেসের জয়ী-পরাজিত প্রার্থীরা সেই পরিষেবা দিতেই সচেষ্ট হবেন।’’ পরিষদীয় দলের সভাপতি তমালকান্তি বণিক বলেন, ‘‘হারজিতটা বড় নয়, জনতার কাজের জন্যই ভোটে লড়েছিলাম। সে কাজ এখনও সবাই মিলেই করব।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন