(বাঁ দিকে) মৃত প্রৌঢ় সালিকরাম টোপ্পো। (ডান দিকে) ক্ষতিপূরণের টাকা নিতে হাজির সালিকরামের ‘স্ত্রী’রা। ছবি: সংগৃহীত।
হাতির হামলায় মৃত্যু হয়েছিল ছত্তীসগঢ়ের জশপুরের এক প্রৌঢ়ের। জেলা প্রশাসন থেকে তাঁর পরিবারের জন্য ৬ লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণ করা হয়েছিল। এ পর্যন্ত সব ঠিক ছিল। কিন্তু ক্ষতিপূরণের টাকা দিতে গিয়েই যত গোল বাধল। ক্ষতিপূরণের টাকা নিতে হাজির হলেন ছয় মহিলা। আরও আশ্চর্যের, প্রত্যেকেই নিজেকে ওই প্রৌঢ়ের স্ত্রী বলে দাবি করেন। আর তাতে ধন্দে পড়ে যায় প্রশাসন। এ যেন ঠগ বাছতে গিয়ে গাঁ উজাড় হওয়ার অবস্থা! আসল স্ত্রী তা হলে কে?
আর এই ক্ষতিপূরণের টাকা দিতে গিয়েই মহাসমস্যায় পড়েছে জেলা প্রশাসন। অন্য দিকে, ক্ষতিপূরণের টাকা পেতে ছয় মহিলার মধ্যেও গন্ডগোল শুরু হয়ে যায়। জানা গিয়েছে, গত ২৬ জুলাই জশপুর জেলার পত্থলগ্রামের বাসিন্দা সালিকরাম টোপ্পো জঙ্গলে গিয়েছিলেন। সেই সময় একটি হাতির সামনে পড়ে যান তিনি। হাতির হামলায় মৃত্যু হয় সালিকরামের। তাঁর মৃত্যুর পর জেলা প্রশাসন থেকে ৬ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করা হয়। যখনই ক্ষতিপূরণ ঘোষণা করা হয়, দেখা যায়, সেই ক্ষতিপূরণ নেওয়ার জন্য ছয় দাবিদার এসে হাজির। সকলেই নিজেকে সালিকরামের স্ত্রী বলে দাবি করেন। আর এই ঘটনা শোরগোল ফেলে দিয়েছে।
পুলিশ জানিয়েছে, যে ছয় মহিলা নিজেদের সালিকরামের স্ত্রী বলে দাবি করেছেন তাঁরা হলেন সুগন্ধি বাই, বুধিয়ারো বাই, সঙ্গীতা বাই, শীলা বাই, অনিতা বাই এবং মীনা বাই। তাঁদের মধ্যে দুই মহিলা পঞ্চায়েতের কাছে সালিকরামের স্ত্রী হিসাবে প্রমাণপত্রও পেশ করেছেন। কিন্তু তাতেও সন্দেহ কাটছে না। এই ঘটনায় বন দফতর জানিয়েছে, তাদের কাছে ছয় মহিলা নিজেদের সালিকরামের স্ত্রী বলে দাবি করেছেন। কিন্তু যত ক্ষণ না পঞ্চায়েত তাদের জানাচ্ছে যে, সালিকরামের আসল স্ত্রী কে, তত ক্ষণ এই ক্ষতিপূরণ দেওয়া হবে না। স্থানীয়দের একাংশের দাবি, বুধিয়ারো বাই সালিকরামের আসল স্ত্রী। তাঁকেই ক্ষতিপূরণ দেওয়া উচিত। গোটা বিষয়টি খতিয়ে দেখছে প্রশাসন।