Smriti Irani

অভিনন্দনের জবাব নিয়ে স্মৃতি ইরানির মিমে মশগুল নেট দুনিয়া

হঠাত্ অভিনন্দনকে নিয়ে এমন মিম কেন পোস্ট করলেন, তা নিয়ে নেটিজেনদের মধ্যে জল্পনা শুরু হয়ে গিয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৬ মার্চ ২০১৯ ১৮:৪১
Share:

স্মৃতি ইরানি।—ফাইল চিত্র।

পাকিস্তানে বায়ুসেনার অভিযান নিয়ে রাজনৈতিক তরজা জারি। তার মধ্যে ভাইরাল হল অভিনন্দন বর্তমানকে নিয়ে তৈরি মিম। তবে যে সে নন, খোদ স্মৃতি ইরানি-ই এই মিমে মজেছেন। নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে তা পোস্টও করেছে তিনি। তাতে তুলে ধরেছেন পাকিস্তানকে দেওয়া অভিনন্দনের সেই বিখ্যাত জবাব, ‘আয়্যাম নট সাপোজ়্ড টু টেল ইউ দিস।’

Advertisement

বুধবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ওই মিমটি পোস্ট করেন স্মৃতি ইরানি। তাতে দেখা গিয়েছে, ক্লাসরুমে বসে রয়েছে দু’জন, পিছনের বেঞ্চে অভিনন্দন এবং সামনের বেঞ্চে পাকিস্তান লেখা জামা পরে আর একজন। পরীক্ষায় টুকলি করার মতো পিছনদিকে হাত বাড়িয়ে চিরকূট চাইছে সামনের জন। হাত বাড়িয়ে তাঁকে চিরকূট দিলেন বটে অভিনন্দন। তবে তাতে লেখা ‘আয়্যাম নট সাপোজ়্ড টু টেল ইউ দিস’।

হঠাত্ অভিনন্দনকে নিয়ে এমন মিম কেন পোস্ট করলেন, তা নিয়ে নেটিজেনদের মধ্যে জল্পনা শুরু হয়ে গিয়েছে। কেউ বলছেন, বায়ুসেনার অভিযান নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধীরা। অভিনন্দনকে উদ্ধৃত করে আদতে তাঁদেরই আক্রমণ করেছেন স্মৃতি। তো কেউ আবার বলছেন, অভিনন্দনের ভাষায় আদতে পাকিস্তানেকই জবাব দিয়েছেন তিনি।

Advertisement

#wednesdaywisdom ... 🇮🇳

A post shared by Smriti Irani (@smritiiraniofficial) on

স্মৃতি ইরানির পোস্ট।

আরও পড়ুন: প্রতিরক্ষা মন্ত্রক থেকেই চুরি গিয়েছে রাফালের নথি! আদালতে জানাল কেন্দ্র

আরও পড়ুন: ৮০ শতাংশ বোমাই লক্ষ্যে আঘাত করেছে, কেন্দ্রকে রিপোর্ট দিল বায়ুসেনা​

তবে এ ব্যাপারে কোনও মন্তব্য করেননি স্মৃতি ইরানি।

(দেশজোড়া ঘটনার বাছাই করা সেরা বাংলা খবর পেতে পড়ুন আমাদের দেশ বিভাগ।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন