জম্মু-কাশ্মীরের রাজৌরিতে নিয়ন্ত্রণরেখার কাছে সংঘর্ষে নিহত হলেন সেনা জওয়ান রাজেন্দ্র সিংহ। সেনা সূত্রে খবর, মঙ্গলবার রাতে সীমান্তের কাছে সন্দেহজনক গতিবিধি দেখতে পায় সেনার টহলদারি দল। তার পরেই সীমান্তের ওপার থেকে জওয়ানদের লক্ষ করে গুলি চালানো হয়। জবাব দেন তাঁরাও। পাক সেনা না জঙ্গি, কারা এই ঘটনার জন্য দায়ী তা স্পষ্ট নয়।