মাকে খুনের অভিযোগ

ডাইনি অপবাদে মাকে খুন করল ছেলে! এমনই অভিযোগ উঠেছে ঝাড়খণ্ডের গুমলার ঘাঘরা ব্লকের টাঙরসিকওয়র গ্রামে।

Advertisement
শেষ আপডেট: ১৮ মে ২০১৬ ০৩:৩৫
Share:

ডাইনি অপবাদে মাকে খুন করল ছেলে! এমনই অভিযোগ উঠেছে ঝাড়খণ্ডের গুমলার ঘাঘরা ব্লকের টাঙরসিকওয়র গ্রামে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ছেলের নাম চন্দা ওরাওঁ। তার দু’বছরের মেয়ে কয়েক মাস ধরে জ্বরে ভুগছিল। খেতমজুর চন্দা গ্রামের ওঝার কাছে ছেলেকে নিয়ে যায়। ওঝা তাকে জানায়, মেয়ের শরীর খারাপের কারণ চন্দার মা জাতরি ওরাওঁ। তার ‘মন্ত্রে’ই চন্দার মেয়ের জ্বর সারছে না। কয়েক মাস মাকে ডাইনি অপবাদে অত্যাচার করতে থাকে চন্দা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement