সনিয়া গান্ধী। —ফাইল চিত্র।
শিমলায় গিয়ে অসুস্থ হয়ে পড়লেন কংগ্রেসনেত্রী সনিয় গান্ধী। শনিবার আচমকাই অসুস্থ হয়ে পড়েন তিনি। তড়িঘড়ি তাঁকে ইন্দিরা গান্ধী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সূত্রের খবর, সেখানে প্রবীণ কংগ্রেসনেত্রীর এমআরআই পরীক্ষা করানো হচ্ছে। খবর পেয়েই হাসপাতালে পৌঁছেছেন হিমাচলের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিংহ সুখু।
সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, মুখ্যমন্ত্রী সুখুর প্রধান উপদেষ্টা নরেশ চৌহান জানান, শরীর সামান্য খারাপ হওয়ায় রুটিন চেকআপের জন্যই সনিয়াকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল।
গত ফেব্রুয়ারি মাসেও এক বার অসুস্থ হয়ে পড়েছিলেন সনিয়া। সেই সময় বর্ষীয়ান কংগ্রেস নেত্রীকে দিল্লির স্যর গঙ্গারাম হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। বেশ কয়েক দিন হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণে ছিলেন তিনি। তার পর তাঁকে ছাড়া হয় হাসপাতাল থেকে। সেই সময় ঠিক কী কারণে অসুস্থ হয়ে পড়েছিলেন সনিয়া, তা স্পষ্ট ভাবে জানা যায়নি।
২০১১ সালের অগস্টে ক্যানসারের চিকিৎসায় সনিয়ার দেহে অস্ত্রোপচার হয়েছিল। ২০২২ সালে দু’বার করোনায় আক্রান্তও হয়েছিলেন তিনি। গত বছর ডিসেম্বরেই ৭৮ বছর পূর্ণ করেছিলেন তিনি।